সমকালীন প্রতিবেদন : এমন কোনো ক্রিকেট ভক্ত নেই, যিনি শচীন টেন্ডুলকারকে পছন্দ করেন না। সেই কারণে শচীনের অবসর নেওয়ার পর অনেকেই ক্রিকেট খেলা দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তবে এবার শচীন ভক্তদের জন্য বিরাট সুখবর এল। কারণ, ফের একবার ব্যাট হাতে মাঠে নামবেন শচীন।
আর সেই সঙ্গে গ্যালারিতে শোনা যাবে চেনা 'শচীন-শচীন' গর্জন। উল্লেখ্য, ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন। তারপর থেকে তাঁকে শুধুমাত্র প্রাক্তনীদের টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামের এই টুর্নামেন্টে খেলেছিলেন মাস্টার ব্লাস্টার।
তবে এবার একই মেজাজের অন্য একটি টি-২০ টুর্নামেন্টে খেলবেন শচীন। সেই খবর এবার নিশ্চিত হয়ে গেল। জানা গেছে, চলতি বছরের শেষে আয়োজিত হবে আন্তর্জাতিক মাস্টার্স লিগ বা আইএমএল। ছ’দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতা হবে এটি।
অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়েই খেলা হবে এই টুর্নামেন্টে। মুম্বই, লখনউ এবং রায়পুরে এই লিগের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারেরা খেলবেন।
জানা গেছে, এই প্রতিযোগিতাটি শচীন এবং সুনীল গাভাস্কারের মস্তিষ্কপ্রসূত। তিনটি সংস্থা মিলে একটি কোম্পানি তৈরি করে এই লিগ আয়োজন করবে। যাঁরা দলের মালিক হতে চান, তাঁদের থেকে আগ্রহপত্র চাওয়া হয়েছে ইতিমধ্যে।
শচীন নিজে প্রথম বছর এই টুর্নামেন্টে খেলবেন বলে জানা গেছে। সাম্প্রতিককালে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের একাধিক লিগ বেশ জনপ্রিয় হয়েছে। মাস্টার ব্লাস্টারের আশা, নতুন এই আন্তর্জাতিক মাস্টার্স লিগও সফল হবে।
এই টুর্নামেন্টের আয়োজনের কথা ঘোষণা করে শচীন বলেছেন, 'গত এক দশকে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে টি-২০ ক্রিকেট। দর্শকরা চাইছেন নতুন এই ফরম্যাটে পুরনো চেনা লড়াইগুলি দেখতে। তাই এই টুর্নামেন্ট।'
শচীন বলেছেন, 'ক্রিকেটার মন থেকে কখনও অবসর নেন না। সবসময় মাঠে ফেরার সুযোগ খোঁজেন।' অর্থাৎ, ব্যাট হাতে যে ফের একবার বাইশ গজ কাঁপাতে তৈরি শচীন, তা একবাক্যে বলে দেওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন