Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ফর্মে না থাকা কোহলিকে নিয়ে কি ভাবছে আরসিবি?

 

Royal-Challengers-Bangalore

সমকালীন প্রতিবেদন : বরাবর তারকাখচিত দল তৈরি করে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু তারকাদের দলে নিয়েও সাফল্য আসেনি। সেই কারণে অনেকেই এই দলটাকে নিয়ে নানা কটাক্ষমূলক মন্তব্য করেন। তবে সেই অভিশাপ কাটিয়ে মেগা নিলামের আগে নতুনভাবে সবটা শুরু করতে চাইছে আরসিবি। 

তাই একের পর এক তারকাকে ছাঁটাই করবে এই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষমেষ কাঁদের দিয়ে দল তৈরি করবে ম্যানেজমেন্ট? সেই বিষয়ে এবার এসে গেল এক বড় আপডেট। এই ফ্র্যাঞ্চাইজির জন্য এক নম্বর বাছাই হতে পারেন বিরাট কোহলি। 

যদিও তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনও আইপিএল খেলবেন। কারণ, গত আইপিএল-এর সর্বোচ্চ স্কোরিং ব্যাটসম্যান ছিলেন কোহলি। সেই কারণে দল হয়তো তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাববেও না। 

দলের দ্বিতীয় রিটেনশন হতে পারেন মহম্মদ সিরাজ। তিনি আরসিবি-র সেরা পেসারও বটে। তাই কোহলির মতই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান সদস্য সিরাজ। যদিও গত মরশুমে তার পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। তবে ফ্র্যাঞ্চাইজি এখনও তার উপর আস্থা দেখাতে পারে।

আরসিবির রিটেনশন তালিকার পরবর্তী নাম হতে পারে যশ দয়াল। গুজরাট টাইটানস থেকে আরসিবিতে তাঁর আসা একটি বড় আলোচনার কারণ হয়ে উঠেছিল। কিন্তু দয়াল সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন। আরসিবিতে ভালো পারফর্ম করে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। তাই দয়ালকে ধরে রাখতে পারে আরসিবি।

এছাড়াও, রজত পাতিদারকে ধরে রাখতে পারে ব্যাঙ্গালুরু। বরাবর মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে ভুগেছে আরসিবি। তাই রজত পাতিদারের মতো তারকাকে দলে ধরে রাখতে পারে বেঙ্গালুরু। প্রয়োজনে ধরে খেলার পাশাপাশি মারকাটারি ব্যাটিং করতেও সিদ্ধহস্ত রজত পাতিদার। 

পাশাপাশি, তালিকার অন্তিম প্লেয়ার হতে পারেন উইল জ্যাকস। গ্লেন ম্যাক্সওয়েল অফ কালার হওয়ার কারণে উইল জ্যাকস আরসিবিকে ভরসা দিয়েছিল। ফলে আসন্ন মরশুমে এই টি-২০ স্পেশালিস্টের উপর ভরসা দেখাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন