Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বিশেষ মুহূর্তকে মনে রাখতে রিঙ্কু সিং হাতে করলেন নতুন ট্যাটু

 

Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : দিন কয়েক আগের কথা। দলীপ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের। ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের কথা ভেবেই তাঁকে তরতাজা রাখতে চেয়েছিল বোর্ড। লাল-বলে দলীপের দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেলেও পারফর্ম করতে পারেননি। 

একই ঘটনার পুনরাবৃত্তি হলে অস্বস্তি থাকতে পারত বাংলাদেশ সিরিজের আগে। কয়েকটা দিন ব্রেক নেন। এর মাঝেই সেলিব্রিটি ট্যাটু আর্টিস্ট রাঘব শেঠির কাছে দেখা যায় রিঙ্কুকে। বাঁ হাতে ট্যাটু করিয়েছিলেন রিঙ্কু। যাতে লেখা তাঁর প্রিয় স্লোগান ‘গডস প্ল্যান’। 

কিন্তু এর মাঝে আরও গভীর অর্থ রয়েছে, যা ফাঁস করলেন নিজেই। কী বলছেন রিঙ্কু সিং?  আইপিএলের মঞ্চ থেকে দুরন্ত উত্থান ঘটেছে রিঙ্কু সিংয়ের। বছর দুয়েক আগে আইপিএলে গুজরাটের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে সবার নজরে এসেছিলেন তিনি। তার পর শুরু হয় রিঙ্কুর স্বপ্নের উড়ান। 

একদিকে যেমন নাইট রাইডার্সের মুখ হয়ে ওঠেন তিনি, তেমনই আবার সুযোগ পেয়ে যান জাতীয় দলে। যেটাকে রিঙ্কু নিজেই 'গডস প্ল্যান' বলে চিহ্নিত করেন। এবার হাতেও সেই ট্যাটু করালেন রিঙ্কু। মাঝখানে বৃত্তের মধ্যে লেখা তাঁর নিজেরই সংলাপ। 

তার চারপাশে সূর্যের রশ্মির মতো ছড়িয়ে রয়েছে অনেকগুলো রেখা। মজার বিষয়, তার মধ্যে পাঁচটি রেখার শেষে বল আঁকা রয়েছে। যার মধ্যে থাকছে বিশেষ ইঙ্গিত। আইপিএলের সেই ম্যাচে মাঠের যেখানে যেখানে ছয় মেরেছিলেন, সেই জায়গাগুলো নির্দেশ করেই তৈরি তাঁর ট্যাটু।

এই বিষয়ে মুখ খুলেছেন রিঙ্কু নিজেই। তিনি বলেন, 'আমি বার বারই বলি, সব 'গডস প্ল্যান'। সেটা মাথায় রেখেই ট্যাটু করা। কয়েক সপ্তাহ আগেই এটা করিয়েছি। মাঝে 'গডস প্ল্যান' লেখাটা সূর্য বোঝাতে আঁকা।' 

রিঙ্কুর উপলব্ধি, '‌মূল বিষয় হল আইপিএলে পাঁচটি ছয়। যেটা আমার জীবন বদলে দিয়েছে। তাই ভাবলাম, সেগুলোকে ট্যাটুর মধ্যে রাখতে।'‌ সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে দেখা যায়নি রিঙ্কুকে। এবার কি 'ঈশ্বরের পরিকল্পনা'য় ফর্মে ফিরবেন? উত্তরটা সময়ই দেবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন