সমকালীন প্রতিবেদন : হাতে আর মাত্র কয়েকমাস সময় রয়েছে। তারপরেই বসবে আগামী মরশুমের আইপিএল-এর আসর। তবে তার আগে রয়েছে মেগা নিলাম, যা নিয়ে প্রতিটি শিবিরে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। আর এরই মাঝে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে এসে গেল চমকপ্রদ একটি আপডেট।
মেগা নিলামের আগে রিটেন লিস্ট নিয়ে এই আপডেট এসেছে বিশেষ সূত্রে। আর এই বিশেষ তালিকায় রয়েছে বড়সড় কিছু চমক। অর্থাৎ, কেকেআর কাদের ধরে রাখবে এবং কাদের নিলামের মাঠে নামাবে, তা প্রায় পাকা হয়ে গিয়েছে। আর সেখানেই রয়েছে চমক।
কারণ, বোর্ডের নিয়মানুযায়ী ৫ খেলোয়াড়কে রিটেন করতে পারবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি। তবে নাইট শিবির এই তালিকা ছোট করতে চাইছে বলেই খবর। কেউ কেউ বলছেন, পাঁচ নয়, তিনজন খেলোয়াড়কে রিটেন করবে কেকেআর। তাঁরা আসলে কারা? চলুন জেনে নেওয়া যাক।
গত মরশুমের দলের কথা বললে এটা বলাই যায় যে, কেকেআরে একাধিক ম্যাচ উইনার রয়েছেন। ফলে কাকে ছেড়ে কাকে রিটেন করা হবে, তা বাছতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৩ জনের জায়গা চূড়ান্ত হয়ে গিয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, কলকাতা নাইট রাইডার্স যে ৩ ক্রিকেটারকে রিটেন করা একপ্রকার পাকা করে ফেলেছে, সেই তালিকার প্রথমেই নাম রয়েছে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। এছাড়াও, রিটেন তালিকায় রয়েছে মারকাটারি অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের নামও।
কিন্তু কেন এই তিনজনের জায়গা পাকা? কারণ, একদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা আইপিএল ২০২৪ ট্রফি জিততে সফল হয়েছিল। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ৭৫২ রান করেছেন।
অন্যদিকে আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তিনি কলকাতার হয়ে ১২০ ম্যাচে ২৪২৬ রান করেছেন এবং ১১৪ উইকেটও নিয়েছেন। পাশাপাশি, সুনীল নারিনের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স তিনটি আইপিএল ট্রফি জিতেছে।
এছাড়া, আরও ২ ক্রিকেটারকে রিটেন ও একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে কিনতে পারবে দল। এখন শেষমেষ কোন কোন ক্রিকেটারকে কেকেআর রেখে দেয়, সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন