Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

শ্রেয়সকে ছেড়ে এবার ঋষভের পিছনে ছুটবে নাইটরা

 

New-Captain-of-KKR

সমকালীন প্রতিবেদন : আর কয়েকমাস পরেই বসবে মেগা নিলামের আসর। তার আগে সব শিবিরে রিটেনশন তালিকা তৈরির কাজ চলছে জোরকদমে। এর মাঝেই নাইট শিবির থেকে উঠে আসছে একের পর এক ধামাকা আপডেট। 

ইতিমধ্যে, পরের আইপিএলে কেকেআরের অধিনায়কের ভূমিকায় শ্রেয়স আইয়ারকে দেখা যাবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, আন্দ্রে রাসেলকে রিটেনশন করতে পারে কেকেআর। এতে নাকি শ্রেয়সের মত নেই। তাই নিজেকে নিলামে তুলতে পারেন কেকেআরের চ্যাম্পিয়ন অধিনায়ক। 

আর শ্রেয়স আইয়ারের কেকেআর ছাড়ার জল্পনা তৈরি হতেই নাইটদের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে যে নাম শোনা যাচ্ছে, তা জানলে চমকে যাবে কলকাতা নাইট রাইডার্স দলের ভক্তরা। এই তারকার নাম কল্পনাও করতে পারবেন না অনেকে। 

শোনা যাচ্ছে যে, কেকেআরের ক্যাপ্টেন হিসেবে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ঋষভ পন্থের নাম। এমনটাই দাবি করা হয়েছে এক হিন্দি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে। এদিকে আবার কানাঘুষো শোনা যাচ্ছে যে, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারে ঋষভ পন্থকে। 

ফলে তারকা উইকেটকিপার-ব্যাটার যদি নিলামে ওঠেন, তাহলে তাঁর জন্য ঝাপাবে একাধিক দল। তালিকায় রয়েছে আরসিবি, এলএসজি, পঞ্জাব ও কেকেআরের নাম। তাই যদি ঋষভ পন্থ নিলামে উঠেন, তাহলে তিনি রেকর্ড দামে বিক্রি হতে পারেন। 

সেই দাম ২০-২৫ কোটি বা তার বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এই টাকা খরচের দৌড়ে অন্যান্যদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে কেকেআর। কারণ, নাইট ফ্র্যাঞ্চাইজি গতবার ২৪ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল। 

ফলে পন্থের পেছনেও যে মোটা টাকা হাতে নিয়ে ছুটতে পারে নাইটরা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে, শেষ পর্যন্ত কেকেআর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, আর দিল্লি সত্যিই পন্থকে ছাড়ে কিনা, সেটাই এখন দেখার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন