Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মেগা নিলামের আগেই কেকেআর থেকে ছাঁটাই হবেন মিচেল স্টার্ক সহ ৫ তারকা

 

Mitchell-Starc

সমকালীন প্রতিবেদন : ‌আগামী আইপিএল মরশুম শুরুর আগেই মেগা নিলামের টেবিলে বসতে হবে ১০ টি ফ্র্যাঞ্চাইজিকে। আর এই নিলামের ব্লুপ্রিন্ট তৈরি করতে বিরাট সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স। কারণ, গতবারের চ্যাম্পিয়ন দল ভেঙে নতুন দল তৈরি করতে হবে তাঁদের। 

ইতিমধ্যে, রিটেনশনের নিয়ম স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, সর্বাধিক ৬ প্লেয়ারকে দলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই মোতাবেক দল থেকে ছাঁটাই করা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে মরিয়া নাইট শিবির। 

জানা গেছে, কেকেআর থেকে ৫ জনের বিদায় নিশ্চিত হয়েছে। নাইটদের ছাঁটাইয়ের তালিকায় সবার উপরে নাম থাকতে পারে মিচেল স্টার্কের। চলতি বছর আইপিএলের শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত অজি পেসার মিচেল স্টার্ককে নিয়ে। 

তবে টুর্নামেন্টের শেষের দিকে ছন্দে ফিরেছিলেন তিনি। কিন্তু স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় তাঁর দামের কথা ভেবেই তাঁকে ছেড়ে দেবে কেকেআর। স্টার্কের পাশাপাশি, তরুণ ভারতীয় ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশীকে ছেড়ে দিতে পারে কেকেআর। 

এছাড়াও শোনা যাচ্ছে যে, পঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান রমনদীপ সিংকেও ছেড়ে দিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি। যদিও গত মরশুমে তিনি ৯ ম্যাচে ২০১.৬১-এর অত্যাশ্চর্য স্ট্রাইক রেটে ১২৫ রান করেছিলেন। তারপরেও বাদের তালিকায় থাকতে পারে তাঁর নাম। 

এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে যে, হিমাচল প্রদেশের মিডিয়াম পেসার বৈভব অরোরাকেও ছেড়ে দিতে পারে কেকেআর। ছাঁটাইয়ের তালিকায় নাম উঠতে পারে আফগান ব্যাটসম্যান গুরবাজের। কারণ, গত বছর আইপিএলে বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট। 

সেই জন্য প্রায় পুরো মরসুম ডাগআউটে বসেছিলেন আফগান ওপেনার। তাই জানা যাচ্ছে যে, সল্টকে রেখে গুরবাজকে ছেড়ে দেবে কেকেআর। তবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি বলেই জানা গেছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন