সমকালীন প্রতিবেদন : নতুন করে আন্দোলন সংগঠিত করছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ সময়ের বৈঠকের পর তাঁরা রাজ্যজুড়ে ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সেই সিদ্ধান্তের কথা প্রকাশ করলেন জুনিয়র চিকিৎসকেরা।
জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলিতে রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারছে না। একটা ভয়ের পরিবেশ সব সময় বজায় থাকছে। এই ভয়ের রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর জুনিয়রের চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে আট ঘন্টা ধরে জিবি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখান থেকেই তাঁরা দশ দফা দাবি তুলে আনেন। সেখানে অভয়ার দ্রুত ন্যায় বিচার দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণ সহ বিভিন্ন দাবি রয়েছে।
জুনিয়র চিকিৎসকের অভিযোগ, রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের বার বার নিরাপত্তার আশ্বাস দিয়েছে। কিন্তু সেই আশ্বাস কার্যকরী হচ্ছে না। সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা তার বড় উদাহরণ। এই পরিস্থিতিতে তাই তাঁরা ফের কর্মবিরতির পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যে দশ দফা দাবি জুনিয়র চিকিৎসকেরা নতুন করে তুলে ধরেছেন, সেগুলি হল- সরকারি হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বাড়ানো, প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা, অভয়ার দ্রুত ন্যায়বিচার, হাসপাতালগুলির খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতলে প্যানিক বাটনের ব্যবস্থা করা, হাসপাতালগুলিতে শূন্য পদে কর্মী নিয়োগ করা, সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে দ্রুত সিসি ক্যামেরা বসানো, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু করা, হুমকি সংস্কৃতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
এব্যাপারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, 'উৎসবে নয়, আমরা প্রতিবাদে থাকতে চাই। নিজেরা হাসপাতালে সুরক্ষিত বোধ করছি না। রাজ্য সরকারের এব্যাপারে কোন সদিচ্ছা নেই। বাধ্য হয়ে আমরা ফের পূর্ণ কর্মবিরতিতে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতি চলবে।'
উল্লেখ্য, সোমবারই আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের হাসপাতালের সব পরিষেবাতেই ফেরার কথা বলেছে। একইসঙ্গে ৩১ অক্টোবরের মধ্যে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত সমস্তরকম ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। আর তারপরই মঙ্গলবার জুনিয়র চিকিৎসকেরা ফের কর্মবিরতির ডাক দিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন