সমকালীন প্রতিবেদন : আজ পর্যন্ত যে রেকর্ডের জোরে টিম ইন্ডিয়া বুক চওড়া করে ঘুরে বেড়াত, সেটাই এবার হাতছাড়া হয়ে গেল। ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচে তারা ১১৩ রানে জয়লাভ করেছে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল।
মাত্র তিন দিনের মধ্যে এই টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া জিতে লাফালাফি করছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারাই ভিজে বেড়াল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা যেন আরও একবার দুঃস্বপ্ন ডেকে আনল। কিউয়িদের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তা অনেকটা কঠিন হয়ে গেল ভারতের সামনে।
দ্বিতীয় টেস্ট হেরে ভারত ১৩ ম্যাচের মধ্যে ৮ ম্যাচ জিতল এবং ৪ ম্যাচে হার, একটি ম্যাচ ড্র করেছে। দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়ার থেকে সামান্য এগিয়ে রয়েছে ভারত। ভারতের ম্যাচ বাকি নিউজিল্যান্ডের সঙ্গে ১টি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি। অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ২টি এবং ভারতের সঙ্গে ৫টি ম্যাচ বাকি।
আগামী ৬ ম্যাচে ভারত যদি একটি টেস্ট ড্র করে এবং ৫টি জেতে তাহলে শতকরা হিসাবে ৭১.০৫ শতাংশ পেয়ে শীর্ষে থেকে ফাইনালে যাবে ভারত। কিন্তু ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ৬ ম্যাচের অন্তত ৪টি ম্যাচ জিততে হবে। বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে ভারত যদি অন্তত ২ ম্যাচ জেতে, তাহলে ফাইনালে উঠতে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হবে।
উল্লেখ্য, শেষ দু’বছরে প্রথমবার টেস্ট সিরিজ হারল ভারত। ২০২২ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল তারা। সেই সিরিজের পরেই টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট।
তার পর থেকে কখনও টেস্ট সিরিজ হারেনি ভারত। এই প্রথম হারল তারা। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে গেল চলতি মরশুমে ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার বিষয়টিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন