সমকালীন প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আয়োজনে রবিবার জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র এবং বন্যাপীড়িত মানুষের হাতে ত্রাণ এবং উৎসবের উপহার তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা।
এদিন সকালে বাগদার হেলেঞ্চায় প্রথম এই শিবিরের আয়োজন করা হয়। এখানে দরিদ্র মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন নারায়ণ গোস্বামী, সাংসদ মমতা ঠাকুর, বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।
হেলেঞ্চার পর একইভাবে তাঁরা বনগাঁ, গাইঘাটা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকার দরিদ্র এবং বন্যাদূর্গত মানুষদের হাতে ত্রাণ এবং উপহার সামগ্রী তুলে দেন। এব্যাপারে নারায়ণ গোস্বামী বলেন, সাধারণ মানুষের পাশাপাশি দরিদ্র এবং বন্যাদুর্গত মানুষেরাও যাতে পুজোর দিনগুলিতে আনন্দে থাকতে পারেন, তারজন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই আয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন