সমকালীন প্রতিবেদন : ঘুরতে যেতে কে না ভালোবাসেন। আর বাঙালি মানেই তো ভ্রমণপ্রেমী। কারো পছন্দ সমুদ্রের ঢেউয়ের উথাল পাথাল, আবার কারো বা গহীন অরণ্য। তবে কিছু মানুষ আছেন, যারা আবার পাহাড়প্রেমী। তবে আপনি যদি একাধারে পাহাড়প্রেমী এবং অ্যাডভেঞ্চারলাভার হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনের এই পর্যটনকেন্দ্রটি রইল শুধুমাত্র আপনার জন্য।
দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্ট। এই নামটা শুনলে কারো কারো মাথায় আসে আষাঢ়ে ভূতুড়ে গল্প, আবার কেউ কেউ চোখ বুঝে অনুভব করে নেন ঘন পাইনের বনের মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি। তবে পর্যটকদের কথা মাথায় রেখে এবার এই কার্শিয়াং ফরেস্ট ভিশনের পক্ষ থেকে তৈরি করা হল জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং রুট।
এখানে গেলে পর্যটকরা এই প্রকৃতির মাঝে ট্রেকিং করার আনন্দ উপভোগ করতে পারবেন। এই ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং করে কিছুটা উপরে গেলেই দেখতে পাবেন একটা সুন্দর পার্ক, যা সাজানো হয়েছে পর্যটকদের জন্য। সুন্দর প্রকৃতির মাঝে পাহাড় দিয়ে ঘেরা এই স্থানে এলে এমনিতেই আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে।
সেইসঙ্গে দেখতে পাবেন নিমেষেই পাইন গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সূর্য কিভাবে আবার মেঘের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে। এই দৃশ্য আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। ছুটির দিনে যদি এখানে কাটানোর জন্য প্ল্যান করে থাকেন, তাহলে প্রথমেই একবার কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের রেঞ্জার সম্বর্ত সাধুর বলা এই কথাগুলো জেনে নিন।
রেঞ্জার সম্বর্ত সাধু জানান, ব্রিটিশরা দেশলাইয়ের বাক্স তৈরির জন্য ব্রিটিশ আমলে এই গাছগুলো লাগিয়েছিলেন। আর বর্তমানে সেই পাইন গাছগুলোর ঘন অরণ্য এখানে তৈরি হয়ে গিয়েছে, যা পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন