সমকালীন প্রতিবেদন : জলমগ্ন গাইঘাটা ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। দুর্দশার মধ্যে রয়েছেন এলাকার কয়েকশো মানুষ। খোলা হয়েছে ত্রাণ শিবির, কমিউনিটি কিচেন। বৃহস্পতিবার এই গোটা ব্যবস্থা পরিদর্শনে এলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী।
নিম্নচাপের লাগাতার বৃষ্টির জেরে গাইঘাটা ব্লকের সুটিয়া, রামনগর, পাঁচপোতা সহ মোট ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে এলাকার বহু মানুষ অসহায় অবস্থার মধ্যে কাটাচ্ছেন। অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
দুর্গত মানুষদের সহযোগিতা করতে ইতিমধ্যেই এলাকায় ত্রাণ শিবির খুলে সুটিয়া এলাকায় কমিউনিটি কিচেন চালু করা হয়েছে বলে জানালেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী। তিনি বলেন, গতকালই দুর্গত মানুষদের জন্য জামা–কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। সেগুলি তাদের মধ্যে বিলিও করা হয়েছে।
যদিও এদিন বেশ কিছু দুর্গত মানুষ জানান, তারা সরকারি কোন ত্রাণই এখনো পর্যন্ত হাতে পাননি। ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে জলবন্দী হয়ে অসহায় অবস্থার মধ্যে তাদেরকে দিন কাটাতে হচ্ছে। এদিন তারা তাদের অভাব অভিযোগের কথা জেলা শাসকের কাছে জানান।
গাইঘাটার জলমগ্ন এলাকা পরিদর্শন করতে এদিন গাইঘাটার বিভিন্ন ত্রাণ শিবিরে যান উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার, সেচ দপ্তরের জেলা আধিকারিক, গাইঘাটা ব্লকের জনপ্রতিনিধিরা সহ অন্যান্য প্রতিনিধিরা।
এব্যাপারে এদিন অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, ইছামতি নদীর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি রিপোর্ট তৈরি করে প্রয়োজনে নদী সংস্কারের ব্যবস্থা করা হবে। দুর্গত এলাকার মানুষদের সহযোগিতা করার জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন