সমকালীন প্রতিবেদন : পেট্রাপোল সীমান্তে মৈত্রী দুয়ার ও আধুনিকমানের যাত্রী পারাপার টার্মিনালের উদ্বোধন করতে রবিবার হাজির থাকছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে প্রথমে পেট্রাপোল সীমান্তের কাছে বিএসএফের কালিয়ানি ক্যাম্পে আসবেন। সেখান থেকে সড়ক পথে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন।
এশিয়ার বৃহত্তম ল্যান্ডপোর্ট পেট্রাপোল বন্দর। ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগকারী এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের একাধিক সমস্যার দূর করতে এবং দু'দেশের বাণিজ্যে আরও গতি আনতে কয়েক বছর আগেই কয়েকশো কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল ও আর্ন্তজাতিক মানের মৈত্রী গেটের শিলান্যাস হয়েছিল।
রবিবার তারই উদ্বোধন করতে পেট্রাপোল বন্দরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক ঘন্টার এই অনুষ্ঠানে নতুন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সীমান্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর। অনুষ্ঠানস্থলে একটি ফটো গ্যালারী করা হয়েছে, সেটি পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানমঞ্চে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর একে একে বক্তব্য রাখবেন এলপিএআই এর চেয়ারম্যান, বর্ডার সিকিউরিটির সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর অনুষ্ঠান শেষ করে দুপুর ১২ টা ১০ মিনিট নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন