সমকালীন প্রতিবেদন : শুরুটা হয়েছিল মাত্র ৯ বছর বয়সে। মাটি নিয়ে খেলাধুলার ছলেই ছোট ছোট হাতে তৈরি করে ফেলেছিল ছোট ছোট পুতুলের মতো ঠাকুরের গড়ন। এখন ১৪ বছর বয়সে এসে রীতিমত দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করছে বনগাঁর খয়রামারি এলাকার বাসিন্দা ঋক দাস।
বাবা দুর্লভ দাস একজন চিত্রশিল্পী। আর বাবার থেকেই শিল্পীসুলভ গুণ পেয়েছে ঋক। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক তার। পাশাপাশি নিজের শৈল্পিক গুণের দ্বারাই একটু একটু করে বিভিন্ন সময় গড়ে তুলেছে মাকালী, শ্রীকৃষ্ণ, মালক্ষ্মী সহ নানা দেবদেবীর মাটির মূর্তি।
এবছরও মাটি, বিচুলি ইত্যাদি সহযোগে দুর্গাপ্রতিমা গড়ে তুলেছে ঋক। আর দেবীকে নিজের হাতে তৈরি করা গয়না দিয়েই আরো মৃন্ময়ী করে তুলেছে সে। তার তৈরি প্রতিমা বনগাঁর স্বামীজি স্পোর্টিং ক্লাবে পুজিত হচ্ছে। আর তার সেই প্রতিমা যথারীতি প্রশংসা অর্জন করেছে।
ঋকের ইচ্ছে একটু বড় হয়ে ফাইবারের প্রতিমা গড়ে তোলার। আর সেই চেষ্টাতে এখন থেকেই নিজের মধ্যে স্বপ্ন বোনার পাশাপাশি স্বপ্নকে বাস্তবায়িত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। আর তার এই স্বপ্নপূরণে তার পরিবারের সদস্যরা সর্বদাই পাশে রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন