Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বনগাঁয় তরুণী অপহরণের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

Arrested-in-kidnapping-case

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁয় তরুণী অপহরণের ঘটনার প্রায় এক সপ্তাহ পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এই ঘটনার মূল অভিযুক্ত আশীষ সরকার। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশ তাকে বনগাঁ শহর থেকে গ্রেফতার করে। শনিবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়। অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তরুণী। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় বনগাঁ থানার চাঁদা এলাকায় তরুণীকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগ, এক পরিচিত ছেলেকে দিয়ে বাড়ির বাইরে ডেকে আনার পর মুখে রুমাল চাপা দিয়ে গাড়িতে করে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সেইসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

অবশেষে পুলিশের তৎপরতায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অপহৃত তরুণীকে নদীয়ার রানাঘাট থানা এলাকা থেকে উদ্ধার করতে সমর্থ হয় বনগাঁ থানার পুলিশ। সেইসময়েই এই অপহরণের ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এই অপহরণ কান্ডে সহযোগিতা করেছিল বলে অভিযোগ।

তবে এই ঘটনার মূল অভিযুক্ত, বনগাঁ থানার নয়াগোপালগঞ্জ এলাকার বাসিন্দা আশিষ সরকারের সন্ধান তখন পায় নি পুলিশ। পুলিশ তদন্ত জারি রেখেছিল। অবশেষে অপহরণের ঘটনার প্রায় এক সপ্তাহ পরে গতকাল, শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থানার ত্রিকোণ পার্ক এলাকা থেকে মূল অভিযুক্ত আশীষ সরকারকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। 

তার বিরুদ্ধে অপহরণ, মারধর, ভয় দেখানো সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতকে  শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনো আতঙ্কিত অপহৃত তরুণী। মূল অভিযুক্ত আশীষ গ্রেপ্তার হবার পর তার কঠোর শাস্তির দাবি জানান ওই তরুণী।‌ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন