সমকালীন প্রতিবেদন : ক্যারিবিয়ান সুপারস্টার তথা কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম রত্ন আন্দ্রে রাসেলকে রিটেন করা হবে কিনা, সে বিষয়ে আপাতত কেকেআরের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলছে, তাতে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রেখে দেওয়ার জন্য রাসেলকে ছেড়ে দিতে পারে কেকেআর।
স্পষ্টভাষায় বলতে গেলে এখন যা গতিপ্রকৃতি, তাতে রাসেল বা শ্রেয়সের মধ্যে একজনকে রিটেন করবে নাইট ব্রিগেড। তাছাড়া সুনীল নারিন এবং রিঙ্কু সিংকে রিটেন করা হবে। আনক্যাপড খেলোয়াড় হিসেবে হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রাখা হচ্ছে। আর বরুণ চক্রবর্তীকেও রিটেন করা হতে পারে বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে কেকেআরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আর সেই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, সত্যিই কি রাসেলকে রিটেন করবে না কেকেআর? কারণ, আইপিএলে কেকেআরের সঙ্গে তো রাসেলের আত্মিক যোগ তৈরি হয়ে গিয়েছে। কেকেআরের নামের সঙ্গে রাসেল জড়িয়ে গিয়েছেন।
এতদিন রিটেনশন তালিকায় যে দু'জনের নাম থাকতই, তাঁরা হলেন রাসেল এবং নারিন। আর শ্রেয়সকে রেখে দেওয়ার জন্য সেই রাসেলকে কেকেআর ছেড়ে দিতে পারে বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেকেআরের একেবারে অন্দরমহল থেকে শ্রেয়সের অধিনায়কত্বের উপরে আস্থা দেখানো হয়েছে।
গতবার গৌতম গম্ভীরের লাইমলাইটে কিছুটা চাপা পড়ে গেলেও শ্রেয়স যে দুর্ধর্ষ অধিনায়কত্ব করেছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই পরিস্থিতিতে তাঁর নেতৃত্বেই কেকেআর এগিয়ে যেতে চাইছে।
এমনকী গৌতম গম্ভীর যখন কেকেআর ছেড়ে গিয়েছিলেন, তখন তিনিও সেই বার্তা দিয়ে গিয়েছিলেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। তাই এখনই এই বিষয়ে কোনো পাকা খবর পাওয়া যায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন