Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

কেকেআর-এর ৩ তারকা সুযোগ পেলেন ভারতীয় দলে

 

3-stars-of-KKR

সমকালীন প্রতিবেদন : ‌টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। পরবর্তী বিশ্বকাপ আবার ভারতের মাটিতেই। অনেক আগেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দেশ ও দলের অন্দরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়েছিল ভারতের তরুণ দলকে। 

এরপর শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ঘরের মাঠে বাংলাদেশকে ক্লিনসুইপ করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। 

আর এই সিরিজের দল ঘোষণা করে ফেললো ভারতীয় ক্রিকেট বোর্ড, যে দলে রয়েছে একাধিক চমক। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে অনেকেই সুযোগ পেয়েছেন আসন্ন এই সিরিজের জন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজের জন্য গত সিরিজের দলের প্রায় সবাইকেই ধরে রাখা হয়েছে। 

অর্থাৎ, এই দলে ইতিমধ্যে রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী- এই দুই নাইট তারকা জায়গা পেয়েছেন। তবে এবার দলের নতুন সংযোজন রমনদীপ সিং। এমার্জিং কাপে ভারতীয় দলে ছিলেন তিনি। এবার জাতীয় টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন। 

অর্থাৎ, এবার কেকেআর-এর তিন ক্রিকেটারকে দলে সুযোগ দিয়েছে বিসিসিআই। গম্ভীরের জমানায় যে নাইট তারকাদের সুযোগ বৃদ্ধি পাচ্ছে, তা এককথায় বলাই যায়। তবে চোট পেয়ে আপাতত দল থেকে ছিটকে গিয়েছেন স্পিড স্টার মায়াঙ্ক যাদব। 

মায়াঙ্কের বদলে আরসিবি-র পেসার বিজয়কুমার বিশাক সুযোগ পেয়েছেন। এমার্জিং কাপে ভারতের অধিনায়ক তিলক বর্মাও সুযোগ পেয়েছেন দলে। পাশাপাশি, ডান কাঁধের চোটের জন্য এই মুহূর্তে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন রিয়ান পরাগ। তাঁকেও দলে নেওয়া যায়নি। 

এখন একনজরে দেখে নিন ভারতের স্কোয়াড- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন