Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বনগাঁয় 'তিলোত্তমা'‌র বিচার চেয়ে রক্তদান শিবির

 ‌‌

blood-donation-camp

সমকালীন প্রতিবেদন : ‌'তিলোত্তমা'‌র বিচার চেয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো বনগাঁর নাগরিক সমাজ। শনিবার বনগাঁ হাইস্কুল মোড় সংলগ্ন এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৬১ জন রক্ত দান করেন।

আর জি কর কান্ডের বিচার চেয়ে রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছে বনগাঁর নাগরিক সমাজ। ইতিমধ্যেই একাধিকবার প্রতিবাদ মিছিল সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। আর এবার রক্তদান শিবিরের মাধ্যমে বিশেষ কর্মসূচি পালন করা হল।

এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে চিকিৎসকের পোশাক সহ চিকিৎসার সরঞ্জামের রেপ্লিকা রেখে সেখানে প্রদীপ জ্বালানো হয়। শিবিরের চারপাশ বিভিন্ন স্লোগান লেখা ব্যানারে সাজিয়ে তোলা হয়। শিবিরে রক্ত দান করতে করতেও রক্তদাতারা বিচার চেয়ে স্লোগান তোলেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন