সমকালীন প্রতিবেদন : ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের জন্য ডাক পেয়েছেন শুভমন গিল। ভারতের এই তরুণ তুর্কি টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওপেনার যশস্বী জয়সওয়াল টিমে আসার পর শুভমন তিন নম্বরে ব্যাটিং করছেন। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেশের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে ভারতের।
সে কথা মাথায় রেখে ভারতীয় টিমের সহ-অধিনায়ক শুভমন গিলকে বাংলাদেশের বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে দূরে রাখা হবে বলে খবর। জানা গিয়েছে, টাইগার্সদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ সিরিজ চলাকালীন বিশ্রাম দেওয়া হবে গিলকে। কিন্তু আচমকা কেন শুভমনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সুপারস্টার হিসেবে ধরা হচ্ছে শুভমন গিলকে। যদিও গত কয়েক মাস ধরেই তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে বারবার ব্যর্থ হচ্ছেন শুভমন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতিয়েছিলেন।
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে তেমন রান পাননি। যদিও এরপর ঘরোয়া টুর্নামেন্ট দলীপ ট্রফিতে ছন্দে ফেরার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগকে সেভাবে কাজে লাগাতে পারেননি শুভমন। ইন্ডিয়া বি-র বিরুদ্ধে ইন্ডিয়া এ-র ম্যাচে খুব কম রানে দলের অল আউট হয়ে যাওয়ার নেপথ্যেও শুভমনের সমালোচনা হয়েছে।
পরপর দুই ইনিংসেই শুভমনকে ফেরান পেসার নভদীপ সাইনি। দিল্লির পেসারের বিরুদ্ধে শুভমনের ব্যাটিংয়ের দুর্বলতা বারবার প্রকট হয়েছে। সেই কারণেই হয়তো ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে।
যদিও বোর্ড জানিয়েছে যে, ভবিষ্যতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লক্ষ্য হিসেবে বাংলাদেশ টি-২০ সিরিজে শুভমন গিল সহ টিম ইন্ডিয়ার বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। টেস্ট সিরিজের পরই টি-২০ সিরিজের দল থেকে শুভমন, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়া হতে পারে।
বাংলাদেশ সিরিজের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের জন্য শুভমন, বুমরাদের তরতাজা রাখার জন্যই আসন্ন টি-২০ সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।
এবার প্রশ্ন হচ্ছে যে, কে হতে পারেন শুভমনের বিকল্প? শোনা যাচ্ছে, রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে কে সুযোগ পাবেন, তা এখনো বলা যাচ্ছে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন