সমকালীন প্রতিবেদন : কানপুরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই বিস্ফোরণ ঘটিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। তিনি জানিয়ে দিয়েছেন যে, দেশের হয়ে ইতিমধ্যেই শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন টেস্ট থেকে অবসরের খবরও।
শাকিব চাইছেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে। তাঁর বক্তব্য, 'বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি চাই এই ফরম্যাটে আমার শেষটা ঘরের মাটিতেই হোক।' কিন্তু সেখানে অনেক যদি-কিন্তু রয়েছে। বাংলাদেশে পালাবদলের পর অনেক প্রশ্নের মুখে পড়েছেন শাকিব। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কানপুরেই হতে পারে বাংলাদেশি অলরাউন্ডারের শেষ টেস্ট।
এ তো গেল টেস্ট ও টি-টোয়েন্টির কথা। কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে কবে বিদায় নেবেন শাকিব? এই প্রশ্নটা এখন ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, তাতে করে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে দেশের হয়ে শাকিবের শেষ অভিযান।
দীর্ঘদিন ধরেই শাকিবের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও সফল হতে পারেননি। সব মিলিয়ে প্রবল সমালোচনা ধেয়ে আসছে তাঁকে ঘিরে। সেই কারণে এবার সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে শাকিবের। দেশের হয়ে ১২৫ টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডে ম্যাচের সংখ্যা ২৪৭। টেস্ট খেলেছেন ৬৬টি। দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়েছেন। সব ধরনের ক্রিকেটে একই সময়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে ওঠার কৃতিত্ব রয়েছে তাঁর নামে।
কেরিয়ারে নানা বিতর্কে জড়িয়েছেন শাকিব আল হাসান। কখনও সেটা মাঠে, কখনও-বা মাঠের বাইরে। অবশেষে থামার মুখে সেই দীর্ঘ যাত্রা। বাংলাদেশের ক্রিকেটে শেষ হতে চলেছে শাকিব-যুগ। ক্রিকেট থেকে তাঁর এই অবসর নেওয়ার খবর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কিভাবে নেন, সেটাই এখন দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন