Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নতুন মেন্টর হিসেবে প্রাক্তন নাইট তারকাকেই বেছে নেবে কেকেআর?

 

New-mentor

সমকালীন প্রতিবেদন : গত বছরের আইপিএল-এ গৌতম গম্ভীরকে ফেরানো হয় নাইট শিবিরে। তাঁর প্রত্যাবর্তনের পর ১০ বছর বাদে আইপিএল চ্যাম্পিয়ন হয় নাইটরা। গম্ভীর মেন্টর হিসাবে কাজ করলেও গত মরশুমে হেডকোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। আগামী মরশুমেও হেডকোচের পদে তিনিই থাকছেন। 

তবে কেকেআরের মেন্টর পদ ছেড়ে জাতীয় দলের কোচ হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, নাইট কোচিং স্টাফ থেকে অভিষেক নায়ারও সহকারী কোচ হিসাবে যোগ দিয়েছেন জাতীয় দলে। রায়ান টেন দুশখাতেকেও জাতীয় দলে নিয়ে গেছেন গম্ভীর।

অর্থাৎ আইপিএলের নতুন মরশুমের আগে একাধিক শূন্যপদ তৈরি হয়েছে নাইটদের কোচিং স্টাফে। সেসব স্থানে কাকে বসানো হবে, তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, গৌতম গম্ভীরের জায়গায় কেকেআরের পরবর্তী মেন্টর কে হবেন, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। 

যদিও এমনটা শোনা গেছে যে, মেন্টর পদের জন্য নাইট ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে এক প্রাক্তন নাইট তারকার নাম। এমনটাও শোনা গেছে যে, তাঁকে নেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ গৌতম গম্ভীর। সেই প্রাক্তন কেকেআর তারকা হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে যখন ক্যাপ্টেন হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর, তখন নাইট দলের সদস্য ছিলেন কালিস। তারপর ২০১৫ সালে তিনি নাইটদের ব্যাটিং কোচ হিসেবে যোগদান করেন। পরে ২০১৯ সাল পর্যন্ত নাইটদের হেডকোচ পদেও ছিলেন কালিস। 

জ্যাক কালিস যেহেতু নাইট পরিবারের সদস্য ছিলেন, তাই ক্যালিসের অভিজ্ঞতাও কাজে লাগতে পারে কেকেআরের। আর এইসব কারণকে সামনে রেখেই কালিসকে দলের মেন্টরের দায়িত্ব তুলে দিতে চায় কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। 

এমনকি গম্ভীরও তাঁর শখের দলের জন্য প্রাক্তন প্রোটিয়া তারকাকেই চাইছেন বলে খবর। তবে পুরোটাই এখনও সম্ভাবনার স্তরে। কারণ, জ্যাক কালিস নিজেও এই বিষয়ে এখনও কোনরকম মুখ খোলেননি। শেষ পর্যন্ত কে হন কেকেআরের মেন্টর, সেটাই এখন দেখার।





‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন