Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মেগা নিলামের আগে বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের

Mumbai-Indians

সমকালীন প্রতিবেদন : ২০২৫ সালের আইপিএলের আগে বড়সড় রদবদল ঘটতে পারে প্রতিটি দলেই। কারণ, পরের মরশুমের আগে যে মেগা নিলামের আয়োজন করা হবে। তাই এখন সব ফ্র্যাঞ্চাইজিগুলি দল নির্মাণে ব্যস্ত। কাকে রাখা হবে, কে বাদ যাবেন, সেই ব্লুপ্রিন্ট তৈরির কাজ চলছে সব শিবিরেই। 

এর মাঝে আবার একাধিক বড় তারকাকে ঘিরে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় সামিল হল ভারতের এক তারকা ব্যাটসম্যানের নাম। ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা এবার মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারেন। 

রোহিত শর্মা পাঁচবার মুম্বইকে আইপিএল জেতালেও গত মরসুমে তাঁকে অধিনায়কত্ব হারাতে হয়েছে। রোহিত সেই ক্ষোভ গোপন করতে পারেননি। তাই আইপিএল-এর আসন্ন মেগা নিলামে দল বদলাতে পারেন। কেকেআরে রোহিতের খেলার সম্ভাবনা প্রবল। যদিও কোনো কিছুই এখনও নিশ্চিত নয়। 

তবে অন্যদিকে শোনা যাচ্ছে, গতবারের ব্যর্থতা সত্ত্বেও হার্দিক পান্ডিয়াকে রেখে দেওয়া হতে পারে মুম্বইয়ের অধিনায়ক হিসাবে। মুম্বই কর্তাদের মত, দীর্ঘমেয়াদী সাফল্য পেতে গেলে অধিনায়ককে রেখে দেওয়া দরকার। হার্দিক অতীতে গুজরাট টাইটান্সকে আইপিএল ট্রফি জিতিয়েছেন এবং ফাইনালে তুলেছেন।

হার্দিকের মতো রেখে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকেও। নির্বাচকেরা সূর্যকুমারকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করেছেন। হার্দিককে টপকে জাতীয় দলের অধিনায়ক হলেও আইপিএলে হার্দিকের অধীনেই খেলতে হবে তাঁকে। 

তবে মুম্বই ইন্ডিয়ান্স এবার আরও কিছু বড় পরিবর্তন করতে পারে। শোনা যাচ্ছে যে, রোহিতের মতো ছেড়ে দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাহকেও। কারণ, গত বছর মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের মতো ভিনদেশী ফাস্ট বোলারেরা প্রচুর দাম পেয়েছেন। 

সেই কারণে নিজের দর আরও বাড়ানোর লক্ষ্যে মুম্বই ছাড়তে পারেন বুমরাহ। এখন তিনি বছরে ১৫ কোটি টাকা পান মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তবে এগুলি নাও ঘটতে পারে। কারণ, কোনো দলই তাদের ভেতরের পরিকল্পনা সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তাই সমস্ত বিষয়টিই জল্পনার স্তরে রয়েছে আপাতত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন