Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

জয় দিয়ে অভিযান শুরু নাইট রাইডার্সের

 

Knight-Riders

সমকালীন প্রতিবেদন : গত আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নাইট ফ্র্যাঞ্চাইজি শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও অনেক টুর্নামেন্ট খেলে। শাহরুখ খানের নাইট রাইডার্স এখন বিশ্বজুড়ে ধামাকা ক্রিকেট খেলছে। 


আর এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা গেল নাইট ঝড়। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর তৃতীয় ম্যাচে সেন্ট কিটসের মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে।

সুনীল নারিন ও জেসন রয়ের ওপেনিং জুটি ৪ ওভারে ৪৪ রান যোগ করে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোরবোর্ডে। এই ৪৪ রানের মধ্যে সুনীল নারিন একাই মাত্র ১৯ বলে ৩৮ রান করেন। তাঁর আউট হওয়ার পর নিকোলাস পুরান মাঠে নামেন। 

এরপর শুধুই রেকর্ড ভাঙার খেলা শুরু হয় বাইশ গজে। মাঠে ছক্কার বৃষ্টি শুরু করেন তিনি। অন্য প্রান্ত থেকে জেসন এবং প্যারিসের উইকেট পড়ছিল। তবে সেন্ট কিটস ও নিকোলাস পুরানের ব্যাট এদিন আলাদাই মেজাজে ছিল। ২২৫.৫৮ স্ট্রাইক রেটে মাত্র ৪৩ বলে ৯৭ রান করেন পুরান। 

এই সময়ে তাঁর ব্যাট থেকে আসে ৯টি ছক্কা এবং সাতটি চার। আর এই ম্যাচের পর পুরান ক্রিস গেইলের একটি রেকর্ড ভেঙে ফেলেছেন। এক বছরের মধ্যে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ক্রিস গেইলের নামে ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন পুরান। 

২০১৫ সালে ক্রিস গেইল ১৩৫টি ছক্কা মেরেছিলেন। নিকোলাস পুরান ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৩৯টি ছক্কা মেরেছেন। এদিকে, এই ম্যাচে সিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের বিরুদ্ধে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। 

সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৬৭ রানের রেকর্ডও ত্রিনবাগো নাইট রাইডার্সের নামে রয়েছে। এই ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের দেওয়া ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট কিটস ৮ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। 

ফলে এই ম্যাচটি ৪৪ রানে জিতে যায় শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন নিকোলাস পুরান। আর জয় দিয়ে এই টুর্নামেন্টের অভিযান শুরু হয় নাইট রাইডার্সের। এবার কি ক্যারিবিয়ান লিগেও চলবে নাইট ঝড়? এই ম্যাচে দলের পারফরম্যান্স সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন