Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শেন ওয়ার্নকে ছাপিয়ে কানপুর টেস্টে কিছু বিরল রেকর্ড হতে পারে

Kanpur-Test

সমকালীন প্রতিবেদন : চেন্নাই টেস্টে একা হাতে দলকে ম্যাচ জিতিয়েছেন ভারতের সেরা টেস্ট অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে ১১৩ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এবার ভারতীয় দলের লক্ষ্য কানপুর। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ধুয়ে মুছে সাফ করতে মরিয়া টিম ইন্ডিয়া। আর টেস্টে একসঙ্গে হাফ-ডজন রেকর্ড গড়তে পারেন ভারতীয় অলরাউন্ডার রবি অশ্বিন। 

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক উইকেট শিকারি হতে পারেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট রয়েছে জাহির খানের দখলে। ৩১টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের রয়েছে ২৯টি উইকেট। অর্থাৎ, আর তিনটি উইকেট নিলেই জাহিরকে টপকে যাবেন অশ্বিন। 

এছাড়াও, ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট নিতে পারেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরসুমে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার জশ হেজলউডের দখলে। এখনো পর্যন্ত ৫২ টি উইকেট নিয়েছেন তিনি। এদিকে, অশ্বিনের রয়েছে ৪৯ টি উইকেট। 

অর্থাৎ, আর ৪ টি উইকেট নিলেই অশ্বিন শীর্ষে পৌঁছে যাবেন। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে নাম উঠবে অশ্বিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার নেথান লায়নের দখলে। ১৮৭টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন নিয়েছেন ১৮০টি উইকেট। কানপুরে ৮ টি উইকেট নিলেই সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি।

এই টেস্টে পাঁচ উইকেটের তালিকায় শেন ওয়ার্নকে টপকে যেতে পারেন অশ্বিন। টেস্টে এক ইনিংসে ৩৭ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। শেন ওয়ার্নেরও ৩৭ বার এই কীর্তি রয়েছে। কানপুরে এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেই ওয়ার্নকে টপকে যাবেন অশ্বিন। 

টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম ভারতীয় হিসেবে ১০০ উইকেট নিতে চলেছেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটের মালিক অশ্বিন। কানপুরে চতুর্থ ইনিংসে একটি উইকেট নিলেই ১০০ উইকেট হবে তাঁর। 

টেস্টের ইতিহাসে সর্বাধিক উইকেটের তালিকায় ৫২২ উইকেট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি। কানপুরে ৯ টি উইকেট নিতে পারলেই লায়নকে টপকে টেস্টে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় সাত নম্বরে উঠে যাবেন তিনি। সেই অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন