সমকালীন প্রতিবেদন : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে হবে ভারতকে। কারণ, পয়েন্ট তুলে নেওয়ার এমন সহজ সুযোগ আর হয়তো পাবে না ভারত। তবে কানপুরে বৃষ্টির জন্য আড়াই দিনের খেলা নষ্ট হয়ে যায়। তাই ম্যাচ জয়ের সম্ভাবনা কিছুটা ফিকে হয় রোহিতদের।
তবে ম্যাচ জয়ের মরিয়া চেষ্টায় ভারতীয় দল তাদের প্রথম ইনিংসের শুরু থেকে তাণ্ডব চালায়। সেই পথে টিম ইন্ডিয়া গড়ে ফেলে টেস্টের ইতিহাসে দ্রুততম ৫০ রান করার বিশ্বরেকর্ড। কানপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চের পরে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩৩ রানে। পাল্টা ব্যাট করতে নেমে ভারত প্রথম ওভার থেকে ঝড় তোলে।
যশস্বীকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। হাসান মাহমুদের প্রথম ওভারে ৩টি চার মেরে ১২ রান সংগ্রহ করেন যশস্বী। দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা হাঁকান রোহিত। শেষ বলে ১টি চার মারেন যশস্বী। দ্বিতীয় ওভারে ১৭ রান ওঠে।
তৃতীয় ওভারে হাসানের বলে রোহিত ১টি ছক্কা মারেন এবং যশস্বী ১টি ছয় ও ২টি চার মারেন। সেই ওভারে ওঠে ২২ রান। অর্থাৎ, ৩ ওভারে ভারত সংগ্রহ করে বিনা উইকেটে ৫১ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল ৩ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায়নি।
সেদিক থেকে ভারত টেস্টের ইতিহাসে দ্রুততম দলগত ৫০ রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড গড়লো। ভারত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ১৮ বলে ৫০ রান সংগ্রহ করে। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে। ইংরেজ দল ২০২৪ সালেই নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪.২ ওভারে ৫০ টপকায়।
অর্থাৎ, তারা ২৬ বলে দলগত ৫০ রান পূর্ণ করে। এবার থেকে এই রেকর্ড লেখা থাকবে টিম ইন্ডিয়ার নামে। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ১০.২ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। অর্থাৎ, দলগত ১০০ রানে পৌঁছাতে টিম ইন্ডিয়া খরচ করে মোটে ৬২টি বল।
টেস্টের ইতিহাসে এটি দ্রুততম দলগত শতরানের রেকর্ড। যদিও এতদিন এই রেকর্ড ছিল ভারতের নামেই। ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ১২.২ ওভারে অর্থাৎ, ৭৪ বলে। তবে এবার নতুন রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন