Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মেগা নিলামের আগেই তৈরি হল কেকেআরের চূড়ান্ত খেলোয়াড় তালিকা

 

KKR-Player-List

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন সহ নানা নিয়ম ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গভর্নিং কাউন্সিলের তরফে এই নিয়ম সম্পর্কে জানানোর পর বোর্ডের সভাতেও সিলমোহর পড়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও নিঃসন্দেহে পরিকল্পনা শুরু করেছে। 

কেকেআর কোচিং টিমে অবশ্য পরিবর্তন হয়েছে। গত মরসুমে মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি এখন জাতীয় দলের কোচ। কেকেআরে গম্ভীরের জায়গায় যোগ দিয়েছেন ডোয়েন ব্র্যাভো। সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তো রয়েইছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। 

স্বাভাবিকভাবেই রিটেনশন তালিকা বাছাই করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। কী হতে পারে পরিকল্পনা? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আইপিএল রিটেনশন নিয়ম অনুযায়ী, ৬ জন প্লেয়ার রাখা যাবে। সেটা রিটেনশন হতে পারে কিংবা অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। সমস্যা হল পার্স নিয়েও। 

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১২০ কোটির পার্স। এর মধ্যেই টিম সাজাতে হবে। কোনও টিম যদি ৫ জন প্লেয়ার রিটেন করে, ৭৫ কোটি টাকা এই পাঁচ জনের জন্যই চলে যাবে। তবে সূত্রের খবর, এবার কলকাতা নাইট রাইডার্স ৭ জন খেলোয়াড়কে রিটেনশন করতে চলেছে। সেক্ষেত্রে কারা রিটেন হতে পারেন? 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষই তাঁদের প্রাথমিক তালিকা তৈরি করেছেন। রিটেনশনের তালিকা তৈরি করেছে গতবারের চ্যাম্পিয়ন কেকেআরও। শাহরুখ খান, জুহি চাওলাদের ফ্র্যাঞ্চাইজির তালিকায় জায়গা পেয়েছেন সাতজন ক্রিকেটার। 

দলকে তৃতীয় চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার থাকছেন। নাম রয়েছে ফ্র্যাঞ্চাইজির দুই অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলেরও। এছাড়াও, কেকেআর কর্তৃপক্ষের তালিকায় জায়গা পেয়েছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ফিল সল্ট। তবে এই তালিকা আগামীদিনে পরিবর্তিত হতে পারে বলেই খবর। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন