সমকালীন প্রতিবেদন : রক্ষা করতে হবে পরিবেশকে। আর সেই কারণেই এক অভিনব উদ্যোগ নিল জোসাফাট রুবেঙ্গা। সঙ্গ দিল গ্রিন হেলমেট টিম। হ্রদ থেকে প্লাস্টিকের বোতলের বর্জ্য তুলে, তা দিয়েই তৈরি করা হবে হোটেল। প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এমনই উদ্যোগ নিল এই সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, কঙ্গোর বুকাভু শহরে কাওয়া নদী যেখানে কিভু হ্রদে গিয়ে মিশেছে, সেই অংশ একেবারে জঙ্গলে ভরে গিয়েছে। আর সেখানেই প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করছেন জোসাফাট রুবেঙ্গা এবং গ্রিন হেলমেট টিমের বাকি সদস্যরা।
এই বিষয়ে জোসাফাট রুবেঙ্গা বলেন, 'এটা এখন আমার একটা রুটিনের মতো হয়ে গিয়েছে। এই লেক লালনের জন্য আমি প্রতি সপ্তাহে চার ঘন্টা করে সময় রাখি। আমার জন্মস্থানের এই পরিণতির কারণে শুধুমাত্র মানুষ নয়, জলের জীবদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই হ্রদ মাছেদের নার্সারি হওয়া উচিত ছিল। কিন্তু এখানকার জল দূষিত হয়ে যাওয়ার কারণে, মাছেরা এখান থেকে পালিয়ে যাচ্ছে।'
জানা গিয়েছে, প্রথমে বোতলগুলোকে ব্র্যান্ড অনুযায়ী আলাদা করা হয়। তারপর প্লাস্টিক তৈরির উপাদান হিসাবে প্রস্তুত করা হয়। তরুণ অ্যাক্টিভিস্টরা এইসমস্ত বোতলগুলি দিয়ে জলের মাঝেই একটি কৃত্রিম প্ল্যাটফর্ম করেছেন। আর ১,২০০ বর্গ মিটারের চেয়েও বড় জায়গা জুড়ে লেকের মাঝখানে ‘তিলাটোপিয়া' নামের কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে আগ্রহী এই টিমের সদস্যরা।
পরিবেশকে রক্ষা করার জন্য তাঁদের এমন কর্মসূচী। হ্রদ থেকে সমস্ত আবর্জনা তুলে, আর তা থেকেই বাছাই করা প্লাস্টিকের বর্জ্য কাজে লাগিয়েই এই কৃত্রিম দ্বীপ তৈরি করতে চান তাঁরা। এই বিষয়ে জোসাফাট রুবেঙ্গা জানান, 'তিলাটোপিয়া উদ্যোগ কার্যকর করতে চাই আমরা এখানে। এখানে একটা হোটেল তৈরি করতে চাই, যেখানে কমপক্ষে ৬ জন অতিথির থাকার মতো ঘর করা হবে।'
তিনি আরও বলেন, 'বিশেষ করে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কাজ করা হবে। তবে এই কাজের জন্য প্রায় ২৫ লক্ষ প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে হবে।' এই বিশাল কর্মকাণ্ডকে সফল করতে গ্রিন হেলমেট গ্রুপ নিজেদের লক্ষ্যে অটল রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন