সমকালীন প্রতিবেদন : গত বছর আইপিএল-এ হার্দিক পান্ডিয়ার দলবদল সাড়া ফেলে দিয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। আইপিএলের মিনি নিলামের ঠিক আগে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে গুজরাট টাইটান্স থেকে তাঁকে ফিরিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক কামব্যাক করায় এক দশক অধিনায়কত্ব করার পর সরে দাঁড়াতে হয় রোহিত শর্মা’কে।
ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল, আগামী বেশ কয়েক বছর মুম্বইয়ের অধিনায়কত্ব সামলাবেন হার্দিক। তবে যেভাবে দলে ফিরেই নেতৃত্ব পান তিনি, তা পছন্দ হয় নি সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’র মতো সিনিয়র তারকাদের। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে, দুই ভাগে ভাগ হয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুম।
এর ফলে লিগ তালিকায় সবার নীচে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের নিজের পারফর্ম্যান্সও আশানুরূপ ছিলো না। সেই কারণে এবার বিশেষজ্ঞরা মনে করছেন যে, হার্দিককে ছেড়ে দিতে পারেন মুম্বই ইন্ডিয়ান্স। এবার যদি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেন আম্বানিরা, তাহলে তাঁর সামনে দুটি রাস্তা খোলা থাকতে পারে।
আরও একবার ট্রেডিং উইন্ডোর সাহায্যে নিলামের আগেই অন্য কোনো দলে যেতে পারেন তিনি অথবা অপেক্ষা করতে পারেন মেগা নিলামের জন্য। সেখানেও তাঁকে নিয়ে দর কষাকষি হতে পারে। তবে সূত্রের খবর, ডিসেম্বরের মেগা অকশন শুরুর আগেই হার্দিকের জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে লোভনীয় অফার দিতে পারে রাজস্থান রয়্যালস।
গত কয়েক বছর সঞ্জু স্যামসনের নেতৃত্বে মাঠে নামছে তারা। ২০২২ সালে ফাইনাল খেললেও শেষমেষ ট্রফি আসেনি। তাই সাফল্যের সন্ধানে এবার তারা বেশ কিছু রদবদল করতে পারে। বদল দেখা যেতে পারে অধিনায়কত্বেও। আর সেখানেই হার্দিককে নেওয়ার চেষ্টা চালাতে পারে পিঙ্ক ফ্র্যাঞ্চাইজি।
উল্লেখ্য, এখনো পর্যন্ত পাঁচ বার আইপিএল খেতাব জিতেছেন হার্দিক। এর মধ্যে প্রথম চারটি সাফল্য এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ২০২২ গুজরাত টাইটানসে এসেই পেয়েছিলেন অধিনায়কের দায়িত্ব। নেতা হিসেবে অভিষেকেই বাজিমাত করেন তিনি।
ফাইনালে টাইটান্স অধিনায়ক হিসেবে সেবার হার্দিক হারিয়েছিলেন রাজস্থানকেই। তবে আগামী আইপিএল-এ গোলাপি জার্সি গায়েই খেলতে পারেন তিনি। কারণ, তাঁকে ঘিরেই দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ‘রয়্যালস’ ফ্র্যাঞ্চাইজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন