সমকালীন প্রতিবেদন : বাংলার এক নির্যাতিতা মেয়ের জন্য যখন বিচার চাইছে গোটা দেশ, তখন বাংলার আরেক মেয়ের কীর্তি শুনলে গর্বে ভরে উঠবে আপনার মন। বাংলার তরুণী সাঁতারু সায়নী দাস ফের রেকর্ড গড়লেন। তাও আবার এমন নজির, যা ভারতের কোনও মহিলা সাঁতারু এর আগে করতে পারেননি।
নর্থ আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড এর মধ্যে সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে বাংলার মুকুটে ফের একটি পালক জুড়লেন কালনার বারুইপাড়া এলাকার বাসিন্দা এই সাঁতারু। তবে সায়নী দাসের রেকর্ড করা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল।
তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু, যাঁর পাঁচটি চ্যানেল পেরনোর রেকর্ড রয়েছে। এর আগে ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা, মলোকাই, কুক প্রণালী জয় করেছেন বাংলার এই সোনার মেয়ে। এবার নর্থ চ্যানেল জয় করলেন তিনি।
এদিন নর্থ চ্যানেল পার করার পথে ১৩ ঘণ্টা ২৩ মিনিটের মতো সময় নিয়েছেন সায়নী। বাধা পেরিয়ে প্রায় ৪৮ কিলোমিটার সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে দেশের পতাকা তোলেন সায়নী।
কিন্তু সায়নীর কাছে কতটা কঠিন ছিল নর্থ চ্যানেল জয়? সায়নীর বাবা জানিয়েছেন যে, এই চ্যানেল জয়ের ক্ষেত্রে ব্যাপক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে সায়নীকে। আগের চারটি চ্যানেলের ক্ষেত্রে এই সমস্যায় পড়তে হয়নি।
এমন সময়ও আসে, যখন ওকে এক জায়গায় দীর্ঘক্ষণ ভেসে থাকতে হয়েছে। এখন ও খুব ক্লান্ত। জেলিফিশ খুব সমস্যা তৈরি করছিল। এক সময় মনে হচ্ছিল হাল ছেড়ে দেবে। তবে আগের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়েই এই জয় এসেছে। এদিকে, এই জয়ের পরই দানা বাঁধতে শুরু করেছে নতুন স্বপ্নও।
সপ্তসিন্ধু পেরনোর স্বপ্ন দেখা সায়নীর সামনে এবার সুগারু ও জিব্রাল্টার এই দুটো চ্যানেল পার করা বাকি রয়েছে। এই দু’টি চ্যানেল জয় করতে পারলেই সায়নীর মাথায় উঠবে ওশান সেভেন মুকুট। আপাতত সেই স্বপ্নেই বুদ হয়ে রয়েছেন বাংলার সোনার মেয়ে সায়নী দাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন