Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বক্সিং ছেড়ে ক্রিকেটে আসা এই প্লেয়ার অবসর নিলেন ৩১ বছর বয়সেই

 

Barinder-Sran

সমকালীন প্রতিবেদন : টিম ইন্ডিয়ার মধ্যে এখন যেন অবসরের মরশুম চলছে। বিশ্বকাপ জিতেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার মতো তারকারা। কিছুদিন আগেই সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ান ভারতের বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান। 

আর এবার এই তালিকায় নাম জুড়ে গেল ভারতের পেস বোলার বারিন্দর শ্রানের। মাত্র ৩১ বছর বয়সেই সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শ্রান জানিয়ে দেন যে, তিনি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 

তবে ভারতের এই পেস বোলার একটা সময় একজন বক্সার ছিলেন। হরিয়ানার ভবানী বক্সিং ক্লাবে নিয়মিত অনুশীলন করতেন তিনি। হঠাৎ পাঞ্জাব কিংস আয়োজিত তরুণদের ক্রিকেট ট্রায়ালে নেমে পড়েন শ্রান। সেখান থেকেই তাঁর ক্রিকেটের প্রতি ভালোবাসা শুরু হয়। 

কিন্তু তখনই আইপিএলের জন্য ডাক পাননি তিনি। তবে শ্রান এখনো পর্যন্ত আইপিএল-এ পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলেছেন। এমনকি মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন তিনি।

এরপর ২০১৬ সালে সুযোগ আসে মেন ইন ব্লু এর জার্সি গায়ে ক্রিকেট খেলার। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর। প্রথম ম্যাচে নিজের চার ওভারে মোটে ১০ রান দিয়ে শ্রান শিকার করেন চার উইকেট। তাঁর বোলিংয়ে ভর করেই দশ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। 

তবে তারপর আর বিশেষ সুযোগ আসেনি তাঁর কাছে। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তিনি খেলেছেন ৬টি একদিনের ম্যাচ ও ২টি টি-২০ ম্যাচ। প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে গেছেন শ্রান। কিন্তু তারপরেও উপেক্ষা আর অবহেলা তাঁর পিছু ছাড়েনি।

তাই এবার শেষমেষ ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন বারিন্দর। তিনি অবসরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমি আজ থেকে অফিসিয়ালি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে আমি যখন আমার ক্রিকেট কেরিয়ারের দিকে ফিরে তাকাই, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। 

আইপিএলের মত প্রতিযোগিতায় খেলার স্বপ্নপূরণ হয়েছে। আমার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সংক্ষিপ্ত হলেও তা চিরকাল স্মৃতিতে আমার সঙ্গী হয়ে থাকবে।' আর এভাবেই শেষ হল ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়ের। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন