Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ভর সন্ধ্যায় প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি

Atrocious-theft

সমকালীন প্রতিবেদন : ভর সন্ধ্যায় গ্রিলের তালা ভেঙে প্রাক্তন সেনা কর্মীর বাড়ি সহ দুটি বাড়িতে ভয়াবহ চুটির ঘটনা ঘটলো। মাত্র এক ঘন্টার মধ্যে সোনার গয়না, নগদ টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের আকন্দতলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গেছে, এই গ্রামের বাসিন্দা, প্রাক্তন সেনাকর্মী দীনবন্ধু বিশ্বাস এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিবারের সদস্যদের নিয়ে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন। বাড়ির মূল কেটে তালা দেওয়া ছিল। কেনাকাটা শেষ করে সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে দেখেন, গেটের তালা ভাঙা। 

বাড়ির ভেতরে ঢুকতেই তাঁরা দেখেন, ঘরের ভেতরের সমস্ত আলমারি ভাঙা। আর সেখান থেকে সোনা, রুপোর গয়না, নগদ টাকা যা ছিল তার সমস্তটাই চুরি গেছে। এব্যাপারে দীনবন্ধু বিশ্বাস জানান, পরিবারের সমস্ত সদস্যের গয়না মিলিয়ে প্রায় ১৬ কোটি সোনার গয়না চুরি গেছে। 

এছাড়াও, নগদ প্রায় ৪০ হাজার টাকা খোয়া গেছে। ভর সন্ধ্যায় মাত্র এক ঘন্টার মধ্যে এমন চুরির ঘটনা যে ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেননি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা। একসঙ্গে পরিবারের সমস্ত সদস্যের সোনার গয়না এইভাবে চুরি যাওয়ায় হতাশ তাঁরা। 

এদিকে, ওই একই রাতে প্রতিবেশী অমৃত সরকারের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। এখানেও একই কায়দায় বাড়ির মূল গেট দিয়ে দুষ্কৃতীরা ঢুকে সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। বাড়ির মূল গেট দিয়ে দুষ্কৃতীরা ঘরের ভেতরে ঢোকে। ভাঙা তালাটিও তাঁরা খুঁজে পান নি।  

বাড়ির এক সদস্যা জানান, একটু একটু করে কষ্টের পয়সা জমিয়ে সোনার গয়নাগুলি তৈরি করানো হয়েছিল। পুজোর মুখে এইভাবে সমস্ত কিছু চুরি হয়ে যাওয়ায় তাঁরা প্রকার সর্বশান্ত হয়ে পড়েছেন। এই দুই পরিবারের সদস্যদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত করে তাঁদের খোয়া যাওয়া গয়না এবং নগদ টাকা উদ্ধারের ব্যবস্থা করুক।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন