Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

গাইঘাটা সীমান্তে গাঁজা সহ ধৃত এক ব্যক্তি

 

Arrested-with-marijuana

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রাম থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী। এই কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল এলাকার ঘটনা। 

পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গেছে, আংরাইল গ্রামের বাসিন্দা জয়দেব প্রামানিক গাঁজা পাচারের সঙ্গে যুক্ত– গোপন সূত্রে এমনই অভিযোগ বিএসএফের কাছে এসে পৌঁছায়। তার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত করা রয়েছে বলেও খবর পায় বিএসএফ। 

সেই খবরের ভিত্তিতে শুক্রবার রাতে জয়দেব প্রামানিকের বাড়িতে হানা দেয় বিএসএফের ৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। বাড়ির ভেতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২ কেজি ১৩৭ গ্রাম গাঁজা। এরপরেই তাকে গ্রেফতার করে বিএসএফ। 

উদ্ধার হওয়া গাঁজাসহ জয়দেব প্রামানিককে রাতেই গাইঘাটা থানার হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। শনিবার ওই ব্যক্তিকে আদালতে তোলে পুলিশ। কতদিন ধরে সে এই মাদকের কারবার করছে, কোথা থেকে সে এগুলি সংগ্রহ করে কোথায় পাচার করতো– সে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন