Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ক্যারিবিয়ান মেগাস্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে কেকেআর

 


সমকালীন প্রতিবেদন : ২০২৫ সালের আইপিএল-এর আগে বসছে মেগা নিলামের আসর। অর্থাৎ, ফের একবার ১০ টি দলের ওলটপালট হওয়ার সময় এসে গিয়েছে। কয়েকজন খেলোয়াড়কে দলে রেখে বাকিদের নিলামের আসরে ছেড়ে দিতে হবে সব দলকে। কিন্তু কতজনকে রিটেইন করা যাবে, তা এখনো জানায়নি বিসিসিআই। 

তবে আগের নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি। সেই নিরিখেই প্রতি টিমে কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হতে পারে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি, এটা নিয়েও চর্চা কম হচ্ছে না যে, কেকেআর কোন কোন তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে। আর এই ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠলেই ভাসছে আন্দ্রে রাসেলের নাম। 

যদি ৪ জন ক্রিকেটারকে প্রতি ফ্র্যাঞ্চাইজি আইপিএলের নিলামের আগে ধরে রাখতে পারে, সেক্ষেত্রে কেকেআরের সেই চার জন কারা হবেন, তা বলা যথেষ্ট কঠিন। তবে অনেকেই মনে করছেন যে, নাইটদের রিটেইন তালিকায় সবার প্রথমেই নাম থাকবে রিঙ্কু সিংয়ের। 

এমনকি হর্ষিত রানাকেও দলে রাখতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি। এই দুই ক্রিকেটারকেই নাইটদের ভবিষ্যতের জন্য রাখা হতে পারে। এছাড়াও, ইংরেজ ওপেনার ফিল সল্টকে ছাড়তে পারবে না কেকেআর। গতবার আইপিএলে সল্টের কেরামতিতে কেকেআর একাধিক ম্যাচে স্কোরবোর্ডে বড় রান তুলেছে। 

ফলে সল্টকে রিটেইন করতে পারে নাইট রাইডার্স। আর চতুর্থত যে ক্রিকেটারকে রাখতে পারে শাহরুখ খানের টিম, তিনি হলেন সুনীল নারিন। এই অঙ্কে যদি টিম এগোয়, তা হলে আন্দ্রে রাসেল বাদ পড়তে পারেন। এছাড়াও, রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে কেকেআর, তা হল তাঁর পারফর্ম্যান্স। এ বছরের আইপিএলে ১৪ ম্যাচে ২২২ রান করেছেন তিনি। একইসঙ্গে তাঁর বয়স এখন ৩৬ বছর। 

অভিজ্ঞতার নিরিখে রাসেলকে অনেকেই রিটেইন করার পক্ষে ঠিকই, কিন্তু কেকেআর যদি অন্য পথে হেঁটে তাঁকে রিলিজ করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেই ২০১২ সাল থেকে রাসেল কেকেআর পরিবারের সদস্য। ফলে এবারের মেগা নিলামের আগে থেকে তাঁর দিকে বাড়তি নজর সকলের থাকবেই।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন