সমকালীন প্রতিবেদন : বাংলাদেশ সিরিজের পর ভারতীয় দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। লাল বলের ক্রিকেটে এই দুই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেট সমর্থকেরা। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের কাছে এই দুই সিরিজ গুরুত্বপূর্ণ। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর।
অন্যদিকে, অস্ট্রেলিয়াও গত সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে হার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ভালো খেলছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের দুই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার বোলাররা। আর এবার সেই টেনশনের প্রতিফলন দেখা গেল এক অজি তারকার কথাবার্তায়।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া দলের পেস বোলার যশ হ্যাজেলউড জানিয়েছেন যে, রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, তাঁদের চিন্তা ভারতের দুই তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলকে নিয়ে।
হ্যাজলউড বলেছেন, 'যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলকে নিয়ে সতর্ক আমরা। ওদের দু’জনকে টেস্ট ক্রিকেটে বল করার তেমন অভিজ্ঞতা নেই আমাদের। ওদের বিরুদ্ধে খুব বেশি ম্যাচও খেলিনি আমরা। রোহিত, কোহলি বা ভারতীয় দলের অন্যদের বেশ কয়েক বছর ধরে প্রতিপক্ষ হিসাবে পেয়েছি।'
তিনি বলেন, 'আমরা জানি, ওরা কী করতে পারে। ওদের জন্য আগের মতোই পরিকল্পনা থাকছে আমাদের। খুব বেশি পরিবর্তন হয়তো হবে না। তবে যশস্বী এবং শুভমনকে নিয়ে এবার ভাবতেই হচ্ছে।'
এছাড়াও, গত ১০ বছর বর্ডার-গাভাস্কার ট্রফি না জেতার যন্ত্রণাও রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে। এই বিষয়ে হ্যাজলউড বলেছেন, '১০ বছর হয়ে গিয়েছে, আমরা ট্রফি জিততে পারিনি। ইংল্যান্ডের ভারত সফরের সময় থেকেই এই ব্যাপারটা আমার মাথায় ঘুরছে। তখন থেকে ভারতের খেলায় নজর রাখছি।'
তাঁর কথা অনুযায়ী, 'ক্রিকেট আমার প্রিয় খেলা। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। সত্যি বলতে ভারতের বিরুদ্ধে সিরিজের দিকে তাকিয়ে আছি। মনে হয় এবার অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।' তবে শেষমেষ এই সিরিজে কোন দল বাজিমাত করবে, তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন