সমকালীন প্রতিবেদন : বর্তমানে ফুটবলের দুনিয়ার সুপারস্টার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেকে তাঁকে এই যুগের শ্রেষ্ঠ ফুটবলার বলে দাবি করেন। আর সেই কারণে অনেকেরই প্রশ্ন ছিল যে, কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেন ইউটিউবে নেই! তবে ভক্তদের এই কৌতূহল এবার শেষ হয়েছে।
কারণ, পাঁচবারের পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা ক্যাপ্টেন এবার চলে এসেছেন জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মেও। সুপারস্টার রোনাল্ডো এবার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছেন। আর এই সোশ্যাল মাধ্যমে নেমেই ইতিহাস লিখে ফেলেছেন তিনি।
বুধবার ফুটবলার রোনাল্ডো নিজের চ্যানেল খোলেন। নাম দেন ‘ইউআর ক্রিশ্চিয়ানো’। সঙ্গে সঙ্গেই সেই চ্যানেলে কার্যত ঝাঁপিয়ে পড়েন তাঁর লক্ষ-লক্ষ ভক্ত। শুধু তাই নয়, এর পাশাপাশি যে নজির তিনি গড়লেন, তা অন্য কারও নেই।
চ্যানেল খোলার ৯০ মিনিটের মাথায় ১০ লক্ষ গ্রাহক পেয়ে গেলেন তিনি। দিনের শেষে সংখ্যাটা এসে দাঁড়ায় ১ কোটি ১০ লক্ষতে। সেই কারণে তাঁকে দেওয়া হয়েছে 'গোল্ডেন প্লে বাটন'। এখনও পর্যন্ত এক্স হ্যান্ডলে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ১১ কোটি ২৫ লক্ষ।
ফেসবুকে ১৭ কোটি। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লক্ষ। এবার ইউটিউবে এলেন সিআর সেভেন। এখন প্রশ্ন হচ্ছে যে, মাত্র ২ দিনে রোনাল্ডোর ইউটিউব থেকে উপার্জন কত হল? এই সংখ্যাটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে।
রোনাল্ডো ইতিমধ্যে ১৯টি ভিডিয়ো পোস্ট করেছেন। প্রতিটি ভিডিয়োর দৈর্ঘ্য ১০ মিনিটের কাছাকাছি। এই ১৯টি ভিডিয়োর মধ্যে তিনটি ভিডিয়ো ২০ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। এর থেকে হিসেব করলে রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে প্রতি ১০০০ ভিউজের জন্য ৬ মার্কিন ডলার অর্থাৎ, ৫০৩ টাকার কিছু বেশি পেয়েছেন।
ধরে নেওয়া যাচ্ছে যে, এক মিলিয়ন ভিউজের জন্য তাঁর উপার্জন হয়েছে ১২০০ থেকে ৬০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০-৫০ লক্ষ টাকা। এছাড়াও, রোনাল্ডো ১০০ মিলিয়ন ডলারের বেশি কিছু উপার্জন করে ফেলেছেন স্পনসরদের থেকে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়াচ্ছে ৮০০ কোটি টাকার বেশি।
এবার তাহলে বুঝে নিন, ২ দিনেই সিআর সেভেন কী ঝড়টাই না তুলেছেন! সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দুই দশকের বেশি সময় ধরে ফুটবলে ও মানুষের মনে রাজত্ব করেছেন। এবার ইউটিউবে শুরু হল রোনাল্ডোরাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন