Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

৫ উইকেট নিয়ে বিদেশের মাটিতে একাই খেলা ঘুরিয়ে দিলেন এই ভারতীয়

 

Yajuvendra-Chahal

সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলে একাধিকবার জায়গা দেওয়া হলেও মাঠে খুব একটা সুযোগ পাননি ভারতের লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল। সম্প্রতি, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি চাহাল। এমনকি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরেও প্লেয়িং ইলেভেন থেকে বঞ্চিত ছিলেন তিনি। 

তাই বঞ্চনার জবাব যেন কাউন্টি ক্রিকেটেই দিলেন চাহাল! তাঁর ঘূর্ণিতে একেবারে বেসামাল কেন্ট। সতীর্থও তাঁকে দিলেন ম্যাজিশিয়ান তকমা। ইতিমধ্যে শুরু হয়েছে ইংরেজদের কাউন্টি ক্রিকেট। ভারত থেকে অনেক খেলোয়াড় গেছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। যজুবেন্দ্র চাহাল তাঁদের মধ্যে একজন। 

নর্দাম্পটনশায়ারের জার্সিতে এবছর কাউন্টি ক্রিকেটে আবির্ভাব ঘটে তাঁর। আর টুর্নামেন্টের শুরুতেই এবার প্রতিপক্ষকে নিজের স্পিন জালে জড়ালেন চাহাল। বোঝা গেল, নর্দাম্পটনশায়ার কেন তাঁকে ওয়ান ডে কাপের মাত্র ১টি ম্যাচে মাঠে নামানোর সুযোগও হাতছাড়া করতে রাজি হয়নি। 

কাউন্টিতে ওয়ান ডে ম্যাচে কেন্টের বিরুদ্ধে ১০ ওভারে ৫টি মেডেন সহ মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর দাপুটে পারফরম্যান্সের সুবাদে প্রতিপক্ষ শেষ ৮৩ রানেই। কাউন্টিতে অভিষেকে এক্কেবারে দুরন্ত পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিলেন চাহাল। 

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী চাহাল ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ২১৭টি উইকেট। সেই কারণে নর্দাম্পটনশায়ার দল তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল শুরু থেকেই। 

সম্প্রতি, এই ক্লাব তাদের ওয়েবসাইটে চাহালকে দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে। নর্দাম্পটনশায়ার এক বিবৃতিতে জানায়, ‘নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, কেন্টে ওয়ানডে কাপের শেষ ম্যাচ ও কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি পাঁচটি ম্যাচে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ক্লাবের সঙ্গে যোগ দেবেন।’ 

নর্দাম্পটনশায়ার বর্তমানে সাতটি ড্র এবং দুটি পরাজয় নিয়ে আট দলের কাউন্টি বিভাগ দ্বিতীয় স্ট্যান্ডিংয়ে সপ্তম স্থানে রয়েছে। তবে বাকি ম্যাচেও চাহালের এই স্পিনের জাদু দেখা যায় কিনা, সেটার উপর নির্ভর করবে ভারতীয় জাতীয় দলে তাঁর কেরিয়ারের রূপরেখা কেমন হতে চলেছে। 





‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন