Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আশা জাগিয়েও ভক্তদের নিরাশ করলেন দুই তারকা বিরাট-রোহিত

 

Two-stars-Virat-Rohit

সমকালীন প্রতিবেদন : দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে! গত কয়েকদিন ধরে এই জল্পনা ঘোরাফেরা করছিল দেশের ক্রিকেট মহলে। কিন্তু বুধবার দলীপ ট্রফির দল ঘোষণার পরে দেখা গেল, কোনও দলেই রাখা হয়নি দুই মহাতারকাকে। 


ফলে ঘরোয়া ক্রিকেটে এক্ষুণি তাঁদের খেলার কোনও সম্ভাবনা নেই। দলীপের পরের রাউন্ডগুলোতে কি দেখা যাবে বিরাট-রোহিতকে? সেই সম্ভাবনাও খুবই কম। তবে এই দুই মহাতারকা ছাড়াও শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার সকলেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। 

ষাট বছরের পুরোনো এই টুর্নামেন্টকে ঢেলে সাজাচ্ছে বিসিসিআই। সাধারণত, দেশের ছয় প্রান্তকে ভাগ করে প্রত্যেক জোনের জন্য আলাদা স্কোয়াড গড়া হয়। তবে এবার তারকা ক্রিকেটাররা অংশ ‌নিচ্ছেন। 

আর সমস্ত ক্রিকেটারদের চারটে গ্রুপে ভাগ করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চার দলের নেতা হিসেবে বাছা হয়েছে শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড এবং বাংলার অভিমন্যু ঈশ্বরণ। এখন একনজরে দেখে নিন চারটি দলে কে কে খেলবেন। 

শুভমন গিলের নেতৃত্বে গড়ে তোলা টিম-এ রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক ভার্মা, শিভম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্যুৎ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র ও শাশ্বত রাওয়াত।

অভিমন্যু ঈশ্বরণের ক্যাপ্টেন্সিতে যে টিম-বি তৈরি হয়েছে, তাতে খেলবেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, ইয়াশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত আওয়াস্তি ও এন জগদীশন।

এদিকে রুতুরাজ গায়কোয়াড যে টিম-সি-এর ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন, সেই দলে থাকছেন সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল, সূর্যকুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, হৃতিক সৌকিন, মানব সুতার, উমরান মালিক, বিশাখ বিজয়কুমার, আনসুল কম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কণ্ডে, আরিয়ান জুয়েল ও সন্দীপ ওয়ারিয়র। 

এদিকে, টিম-ডি-এর অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার। এই দলে দেখা যাবে অর্থব টাইডে, ইয়াশ দুবে, দেবদূত পাড়িক্কল, ঈশান কিষান, রিকি ভূঁই, সারাংশ জৈন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত ও সৌরভ কুমারকে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন