সমকালীন প্রতিবেদন : আর জি কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এবার উত্তাল হল বনগাঁর ছাত্রসমাজ। পথে নেমে তাঁরা তীব্র আন্দোলন, প্রতিবাদে গর্জে উঠলেন। মঙ্গলবার তাদের এই আন্দোলনের জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল বনগাঁ শহরের একাংশ।
আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। আর সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে। প্রতিদিনই সমাজের বিভিন্নস্তরের মানুষ পথে নেমে তাঁদের নিজেদের ভাষায় প্রতিবাদে সামিল হচ্ছেন।
বনগাঁ শহরেও ইতিমধ্যে একাধিক এই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। আর এবার এই আন্দোলনে শামিল হলেন বিভিন্ন বয়সের পড়ুয়ারা। মঙ্গলবার বনগাঁর একাধিক স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন দিক থেকে মিছিল করে নীলদর্পণের সামনে এসে একত্রিত হয়ে আন্দোলনের সুর চড়ালেন। আর তাতে সামিল হলেন অভিভাবকেরাও।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল সাড়ে নটা থেকে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এর সামনে একত্রিত হতে থাকেন এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা।
এরপর তারা দশটার কিছু সময় পরে হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান দিতে দিতে মিছিল করে কোর্ট রোড ধরে উপস্থিত হন নীলদর্পণের সামনে। অন্যদিকে, বনগাঁ হাইস্কুলের প্রাক্ত এবং বর্তমান ছাত্রদের একটি অংশ সংগঠিতভাবে স্কুল রোড ধরে নীলদর্পণের সামনে হাজির হন।
এই দুই স্কুলের পাশাপাশি এদিন শক্তিগড় হাইস্কুল, গৌরীসুন্দরী বালিকা বিদ্যালয় এবং ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীও এই জমায়াতে অংশ নেন। এরপর থেকে শুরু হয় স্লোগান। তাদের মুখে একটাই কথা, 'উই ওয়ান্ট জাস্টিস'। তাদের এই সমোচ্চারিত কন্ঠের আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে।
এইভাবেই কখনো রাস্তার উপর দাঁড়িয়ে, আবার কখনো রাস্তার উপরে বসে পড়ে চলতে থাকে প্রতিবাদ। অনেক ছাত্রছাত্রী আবার নিজেদের স্কুলের পোশাক পড়েও হাজির হন। এই প্রতিবাদ মিছিলে তারা প্রত্যেকেই আর জি কর কান্ডের তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। দুপুর প্রায় সোয়া একটা পর্যন্ত এই কর্মসূচি চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন