Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

রোহিতের পর নতুন টেস্ট ক্যাপ্টেনের হাতেই উঠবে ভারতীয় দলের দায়িত্ব

 

Test-captain-of-India

সমকালীন প্রতিবেদন : ভারতকে ১১ বছর পর বিশ্বকাপ জিতিয়ে দিয়ে টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বর্তমানে দেশের হয়ে তিনি খেলছেন ওডিআই ফরম্যাটে। এছাড়াও, টেস্ট দলে আরো বেশ কিছুদিন থাকবেন রোহিত। যতদিন তিনি দলে থাকবেন, ততদিন হয়তো তাঁর হাতেই থাকবে ক্যাপ্টেন্সি। 

কিন্তু রোহিত অবসর নিলে ভারতের ক্যাপ্টেন কে? এই প্রশ্নটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ, ৩৭ বছর বয়সী রোহিত শর্মা আর বেশিদিন ভারতের টেস্ট অধিনায়ক থাকতে পারবেন না। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বিসিসিআই-এর নজর কার দিকে থাকছে, সেটাও এখন আলোচ্য বিষয়। 

ইতিমধ্যে তিন ফরম্যাটে আলাদা আলাদা দল ও ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তাহলে রোহিতের পর ভারতের সাদা জার্সির দলে নেতৃত্ব দেবেন কে? সেই প্রত্যাশিত নামটাই এবার খুঁজে পাওয়া গেল। তারকা ব্যাটার শুভমান গিল এই বিষয়ে সবার থেকে এগিয়ে রয়েছেন। 

ইতিমধ্যে, তিনি ব্যাটিংয়ের ধার দেখিয়ে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি- এই তিনটি ফরম্যাটেই দলে নিজের জায়গা পাকা করেছেন। বর্তমানে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শুভমন। আর এইসব কারণেই রোহিত শর্মার পর শুভমন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে! 

ভারতীয় দলের এই ক্রিকেটারের প্রতিভা দেখে অনেকেই অবাক হয়েছেন। বার বার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাই বিশেষজ্ঞরা এখন মনে করছেন যে, রোহিতের পর শুভমনই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার। রোহিত শর্মার টেস্ট কেরিয়ার প্রায় শেষের দিকে। 

এমন পরিস্থিতিতে ২৪ বছর বয়সী শুভমান গিলকে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে তিনি অনেকটা সময় দলের সঙ্গে থাকতে পারবেন। এছাড়াও, ভারতের এই ব্যাটসম্যান খুব একটা চোটপ্রবন নন। সেই কারণে শুভমন গিলকে ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করা হয়েছে। 

আর এইসব সমীকরণ কিন্তু একটা দিকেই ইঙ্গিত দিচ্ছে, আর সেটা হল, টেস্ট ক্রিকেটে শুভমান গিলের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিলে দলের সুবিধা হবে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন