Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

টিম ইন্ডিয়ার দল থেকে বাদ পড়তে পারেন একাধিক সুপারস্টার খেলোয়াড়

 

Team-India

সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার প্রতিটি প্লেয়ারের মধ্যে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। রীতিমতো বি-টিম পাঠিয়ে জিম্বাবোয়ে সিরিজ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন দলের এই দাপট দেখা গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রায় ল্যাজেগোবরে অবস্থা হয়েছে ভারতের। 

প্রতিবেশী দেশের বিরুদ্ধে একটা ম্যাচ জিততে পারেনি রোহিত শর্মার দল। আর, সেই কারণেই এবার দল গুছোতে শুরু করেছে বিসিসিআই। শ্রীলঙ্কা সফর শেষে এই ইঙ্গিত দিয়েছিলেন খোদ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবার সেই কাজ শুরু করে দিলো বোর্ড। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দল থেকে অনেককে ছাঁটাই করা হবে। আবার অনেকেই দলে সুযোগ পেতে পারেন। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে ঢুকতে চলেছেন যশস্বী জয়সওয়াল। 

বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহর সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত। শুভমান গিল সহ-অধিনায়ক। তাই তিনিও জায়গা পাবেন এমনিতেই। কিন্তু, বাকিদের নিজেদের পারফরম্যান্স দেখিয়ে দলে ঢুকতে হবে। 

এখন পর্যন্ত ঠিক হয়েছে, যশস্বী জয়সওয়াল দুর্দান্ত খেলায়, তাঁকে দলে রেখে কার্যত পুরস্কৃত করতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে গিলের সঙ্গে ব্যাকআপ ওপেনার থাকবেন যশস্বী। কিন্তু, শ্রেয়স আইয়ার শ্রীলঙ্কা সিরিজে ভালো ফল করতে না পারায়, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে পারেন।

আইসিসি ইভেন্টে সাম্প্রতিক ভারতের ফলাফল যথেষ্ট ভালো। ২০২৩ এর একদিনের বিশ্বকাপে ভারত রানার্স হয়েছে। ২০২৪ এর টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবার সামনে আইসিসি টুর্নামেন্ট বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

সেখানেও ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট দল। কিন্তু, বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাতে নারাজ। সেই কারণে টুর্নামেন্টের বিকল্প সম্ভাব্য জায়গা হিসেবে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নেওয়া হতে পারে। 

অর্থাৎ, ভারতের ম্যাচগুলো ওই দুই জায়গায় হতে পারে। সেই কারণে এবার সেরকম পরিস্থিতি ও খেলোয়াড়দের ফর্মের উপর নির্ভর করে দল সাজাতে চলেছে ভারত। তাতেই অনেক প্লেয়ার দলে জায়গা নাও পেতে পারেন। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন