Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

শ্রীলঙ্কার কাছে হেরে এক মাসের বেশি সময়ের জন্য বিরতিতে টিম ইন্ডিয়া

 

Team-India-at-break

সমকালীন প্রতিবেদন : ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হেরেছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পরে অধিনায়ক রোহিত শর্মা একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি টিম ইন্ডিয়ার পরিবর্তন করতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বড় পরাজয় হল টিম ইন্ডিয়ার। 

প্রথম ওডিআই ম্যাচ টাই হওয়ার পর, টিম ইন্ডিয়া কলম্বোতে খেলা শেষ দুটি ওডিআই ম্যাচ হেরেছে এবং ফলস্বরূপ শ্রীলঙ্কা সিরিজ হেরেছে। দলের খেলোয়াড়রা স্পিন-বান্ধব উইকেটে ভালো ব্যাটিং করতে পারেনি বলে স্বীকার করেছেন তিনি। 

রোহিত বলেছেন যে, তিনি টিম ইন্ডিয়াতে নতুন খেলোয়াড় নির্বাচন করতে পিছপা হবেন না। আর এই দল বাছাইয়ের জন্য এবার অনেকটা সময় পেতে চলেছে টিম ইন্ডিয়া। কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হেরে লম্বা বিরতি পাচ্ছেন দলের সদস্যরা। 

এই মূহূর্তে সারা বছর ধরেই চলতে থাকে ক্রিকেট। কখনও আন্তর্জাতিক ক্রিকেট, তো কখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট - বছরভর খেলতে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। জুন মাসের শেষেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে জিতেছে টি-২০ বিশ্বকাপ। 

এর পরেই তারা যায় জিম্বাবোয়ে সফরে। যদিও এই সফরে টি-২০ বিশ্বকাপে জয়ী একাধিক তারকাই খেলেননি। এই সফর শেষ হতে না হতেই শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় দল। যে সফরে ওডিআই সিরিজ শেষ হয়েছে বুধবারই। 

এই শ্রীলঙ্কা সফর শেষ হয়ে যাওয়ার পরেই অবশ্য দীর্ঘদিনের ছুটি পাচ্ছেন রোহিত শর্মারা। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের সদস্যরা এর পর ফিরছেন সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন তাঁরা। দুই ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রথম টেস্ট খেলা হবে চেন্নাইতে। দ্বিতীয় টেস্ট খেলা হবে কানপুরে। ২৭ সেপ্টেম্বর থেকে খেলা হবে এই দ্বিতীয় টেস্ট। 

এর পর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে ভারত। তারপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন তাঁরা। সেটা শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। এই সিরিজের পরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। 

ফলে আগামী কয়েকমাস লাগাতার সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তাই এই ঠাসা সূচি শুরু হওয়ার আগেই একমাসের বেশি বিরতি পাচ্ছেন রোহিত-কোহলিরা। একমাস পর ফের অপ্রতিরোধ্য ফর্মে ফিরবেন প্রত্যেকেই, এটাই আশা ভক্তদের। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন