Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে কেকেআর-এ ফিরছেন সূর্যকুমার যাদব?

 


Suryakumar-Yadav

সমকালীন প্রতিবেদন : গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। মেন্টর গৌতম গম্ভীরের অধীনে ও শ্রেয়স আইয়ারের নেতৃত্ব দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছিল শাহরুখ খানের দল। যদিও তার পরই গম্ভীর জাতীয় দলের কোচ হয়েছেন। 

এদিকে, আগামী মরশুমের আইপিএলের নিলামের দিনক্ষণ এখনও প্রকাশ্যে না এলেও ক্রিকেটারদের রিটেনশন কীভাবে হবে, তাই নিয়েও প্রশ্ন রয়েই গেছে। তার মধ্যেই সরগরম দলবদলের বাজার। সূত্রের খবর, পরের আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ক্রিকেটমহলে। 

গত মরশুমে আইপিএলে একেবারেই ভালো খেলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। লিগ তালিকায় সবার শেষে ছিল পাঁচবারের আইপিএল জয়ী এই দল। মরশুমের শুরু থেকেই অধিনায়ক বিতর্কে জেরবার ছিল মুম্বই। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে নেতা করায় মুম্বই ইন্ডিয়ান্সের অনেকেই অসন্তুষ্ট ছিল বলে জানা গিয়েছিল। 

রোহিতের জায়গায় সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ নেতৃত্ব পাওয়া উচিত ছিল বলে মনে করেছিলেন অনেকে। এমনকি শোনা গিয়েছিল, সামনের আইপিএলে দলে থাকতে চান না অনেক তারকাই। এবার সেই তালিকায় নাম উঠে এল সূর্যকুমার যাদবের। 

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সূর্যকে নাকি কেকেআরের তরফে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনও পক্ষই এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বলেই দাবি। তার পরই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে এই নতুন জল্পনা নিয়ে। 

কারণ, শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিতে একসঙ্গে কাজও করেছেন গম্ভীর ও সূর্যকুমার। উল্লেখ্য, এর আগে ২০১৪-১৭ মরশুমে কেকেআরে খেলে গিয়েছেন সূর্য। এদিকে, আবার ভারতের ওয়ানডে দলে ফিরে এসেছেন শ্রেয়স। 

কিন্তু রিপোর্ট অনুযায়ী, অধিনায়কের পদে সূর্যকুমারকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে শ্রেয়সের ভূমিকা কী হবে, সেই প্রশ্নও তুলছেন অনেকে। যদিও পুরো বিষয়টিই রয়েছে জল্পনার স্তরে। শেষ পর্যন্ত কি দাঁড়ায়, সেটা সময়ই বলবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন