সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের উদীয়মান সূর্য হলেন সূর্যকুমার যাদব। তাঁর অফবিট ব্যাটিং স্টাইল এবং কম বলে বেশি রান করার দক্ষতা তাঁকে ভারতীয় দলে প্রতিষ্ঠিত করেছে। ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন হয়েছেন সূর্য।
রোহিতের অবসরের পর তাঁর হাতেই দলের ব্যাটন তুলে দিয়েছে বোর্ড। ওডিআই দলেও মাঝেমধ্যে দেখা যায় সূর্যর নাম। কিন্তু টেস্টে? সাদা বলের ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েও লাল বলের দলে সেভাবে জায়গা করে নিতে পারেননি তিনি।
তবে সূত্রের খবর, এবার ভারতের টেস্ট দলে ফিরতে মরিয়া মিস্টার স্কাই। সেই জন্য জোরকদমে প্রস্তুতিও নিচ্ছেন সূর্যকুমার। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সূর্যকুমার যাদবের। তবে তারপর থেকে ভারতীয় লাল বলের দলে আর সুযোগ পাননি তিনি।
টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে জায়গা পাওয়াটা তাঁর পক্ষে বেশ চ্যালেঞ্জিং। এছাড়াও, ক্রিকেটের বড় ফরম্যাটে মিডল অর্ডারে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ার, রজত পাতিদার ও সরফরাজ খান। সেই বিষয়ে অবগত সূর্যকুমার।
তিনি বলেন, 'অনেকেই রয়েছে, যাঁরা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই। আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরেই চোটের কবলে পড়ি। তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভাল পারফর্মও করেছে। এখন ওরা আগে সুযোগ পাবে, এটাই তো স্বাভাবিক।'
তবে জাতীয় দলে ফেরার জন্য এবার সূর্যকুমার যাদব খেলছেন ঘরোয়া ক্রিকেট। তাঁকে দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় নির্বাচকদের ৬০ জন বাছাই করা ভারতীয় ক্রিকেটারদের অন্যতম তিনি।
বুচিবাবু ট্রফিতেও খেলবেন সূর্য। লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। টেস্ট কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সূর্য বলেন, 'অদূর ভবিষ্যতে আমি সুযোগ পেলে তো খেলবই। সুযোগ পাব কি না সেটা আমার হাতে নেই।'
তাঁর আরও বক্তব্য, 'আমার সাধ্যের মধ্যে রয়েছে বুচিবাবু ট্রফি খেলে দলীপ ট্রফিতে মাঠে নামা এবং তারপর যা হবে দেখা যাবে।' হয়তো সূর্যর এই আশা শীঘ্রই পূরণ হবে। দেশের টি-২০ ক্যাপ্টেনকেও দেখা যাবে টেস্ট দলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন