সমকালীন প্রতিবেদন : আর জি কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তাল হল গোটা রাজ্য, সঙ্গে দেশের বিভিন্ন অংশ। একইসঙ্গে এদিন বনগাঁ মহকুমার একাধিক জায়গাতেই এই আন্দোলন সংঘটিত হলো। সেখানে স্কুলের ছাত্রীরা সামিল হল। প্রত্যেকের দাবি, অবিলম্বে এই নারকীয় হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি।
এদিন স্কুল ছুটির পর আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে পথে নামলো বনগাঁর ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের ছাত্রীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে আর জি কর কান্ডের বিচার চেয়ে বনগাঁ বাটার মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করে তারা। বেশ কিছুক্ষণ চলে তাদের এই অবস্থান বিক্ষোভ। তারপর মিছিল করে স্কুলের সামনে ফিরে যায় এই পড়ুয়ারা। তাদের একটাই স্লোগান, 'উই ওয়ান্ট জাস্টিস'।
এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে গাইঘাটায় পথ অবরোধ, বিক্ষোভ দেখালেন ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইছাপুর হাইস্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা। এদিন স্কুলে দুটি ক্লাস করে রাস্তায় নেমে পড়েন। নারী সুরক্ষার দাবিতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যানার হাতে গাইঘাটা–গোবরডাঙা সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক ধরে এই বিক্ষোভ চলে।
অন্যদিকে, আর জি কর কান্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পথে নামলেন গাইঘাটার মহিলা বিজেপি কর্মীর। শনিবার রাস্তা অবরোধ করে গাইঘাটা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন মহিলা বিজেপি কর্মীরা। নারী সুরক্ষা ও আরজিকর কান্ডের বিচার চেয়ে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে তাদের এই প্রতিবাদ। তাঁরা একটি প্রতিবাদ মিছিলও বের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন