সমকালীন প্রতিবেদন : গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সেই দল ভাঙতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ, চলতি বছরের শেষে আইপিএল ২০২৫-এর জন্য মেগা নিলাম হতে চলেছে। তবে বোর্ডের এই মেগা নিলামের নিয়মে খুশি নয় কোনো ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে, ফ্র্যাঞ্চাইজিগুলি আয়োজক বিসিসিআইয়ের কাছে দাবি করেছে যে, মেগার বদলে মিনি নিলামের আয়োজন করা হোক।
তবে, বোর্ড কি এই সিদ্ধান্ত নেবে? তা এখনো জানা যায়নি। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মনে করা হচ্ছে যে, গতবারের দল থেকে এবারও দলে রেখে দেওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেকেআর এবার কাদের দলে রেখে দিতে পারে?
শোনা যাচ্ছে, কেকেআর এবার বেশ কয়েকজন নামি ও দামি ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। নাইট শিবির থেকে যেসব খেলোয়াড় বাদ পড়তে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, জেসন রায়, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে এবং মুজিব উর রহমান।
২০২৪ আইপিএলে কেকেআরে মোট ২৩ জন ক্রিকেটার ছিলেন। যার মধ্যে ৮ জন খেলোয়াড় ছিলেন বিদেশি। এবার সেই তালিকা থেকে অনেককেই বাদ দেওয়ার পরিকল্পনা করছে নাইট টিম ম্যানেজমেন্ট, এমনটাই শোনা গেছে দলের অন্দরমহল থেকে।
তবে মেগা নিলামের আগে ছয় খেলোয়াড়কে ধরে রাখার ওপর জোর দিচ্ছে কেকেআর। তার মধ্যে প্রথম নামটাই অধিনায়ক শ্রেয়স আইয়ারের। তাঁর নেতৃত্বেই কেকেআর আইপিএল জিতেছে। দ্বিতীয়জন আন্দ্রে রাসেল। কারণ, রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার।
তালিকায় তৃতীয় নাম সুনীল নারিন। বল এবং ব্যাট হাতে নারিন কেকেআরের বড় ভরসা। এছাড়াও, তালিকায় আছে রিঙ্কু সিংয়ের নাম। রিঙ্কু অসাধারণ ফিনিশার। তালিকায় পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে রাখা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে কেকেআরে।
তবে কাকে দলে রাখবে ম্যানেজমেন্ট, আর কে বাদ পড়বেন, তা সঠিকভাবে জানা যাবে মেগা নিলামের আগেই। তার আগে পর্যন্ত সবটাই রয়েছে জল্পনা ও কল্পনার স্তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন