সমকালীন প্রতিবেদন : 'পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়।' সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এই পোস্ট ঝড় তুলে দিয়েছে। যা করতে দেখা গিয়েছে পুলিশের বড়, মেজ কর্তা থেকে শুরু করে তৃণমূল সমর্থকদের। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বর্তমান সময়ে আর জি কর ইস্যুতে বেশ সরগরম গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এমনকি পুরুষেরাও তিলোত্তমার বিচারের দাবীতে, এই গোটা সিস্টেমের বিরুদ্ধে এমনকি পুলিশের কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্লোগান তুলে রাস্তায় নেমেছেন।
এই সময় পুলিশের বিরুদ্ধে তোলা একাধিক শ্লোগানের মধ্যে একটি ছিল ‘পুলিশ তুমি যতই মারো, তোমার মেয়েও হচ্ছে বড়’। এমন শ্লোগান তুলে পুলিশের মধ্যেকার মনুষ্যত্বকে জাগ্রত করার চেষ্টায় ছিলেন আন্দোলনকারীরা।
তবে এবার পুলিশের বিরুদ্ধে করা শ্লোগানের পাল্টা শ্লোগান দেখা গেল স্যোশাল মিডিয়ায়, যা পোস্ট করা হয়েছে তৃণমূল কর্মী, সমর্থক থেকে শুরু করে পুলিশকর্মীদের পক্ষ থেকে। আর এই বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সংবাদমাধ্যমের কাছে তিনি রাজ্যের এক পদস্থ পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করে, তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বিরোধী দলনেতার অভিযোগ অনুযায়ী, তাঁকে নাকি রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসার ওই পদস্থ পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করে তাঁর নির্দেশে এমন পোষ্ট করতে হচ্ছে বলে দাবি করেছেন। সোস্যাল মিডিয়ায় এই পোষ্ট নিয়ে নানা মহল থেকে নানা মন্তব্য উঠে আসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন