সমকালীন প্রতিবেদন : নতুনদের জায়গা করে দিতে, পুরাতনদের সরে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। আর সেই নিয়ম মেনে এবার ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি।
সমাজমাধ্যমে পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লিখেছেন, ‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’
এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি ক্রিকেট সংস্থা এবং সমর্থকদেরও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধাওয়ান লিখেছেন, 'নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে, আমি দেশের হয়ে খেলতে পেরেছি।'
তাঁর কথায়, 'দেশের হয়ে এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই, ডিডিসিএ কে জানাই আমার কৃতজ্ঞতা। সমর্থকদের নি:স্বার্থ ভালবাসা না থাকলে এই জার্নিটা সম্ভব হত না।' তাঁর এই সফরের জন্য পরিবার, ছোটবেলার কোচ তারক সিং এবং মদন শর্মার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের এই বাঁহাতি ওপেনার।
শিখর ধাওয়ান, মিস্টার আইসিসি নামে পরিচিত ছিলেন ক্রিকেট দুনিয়ায়। ভারতের হয়ে তিনি ৩৪টি টেস্ট, ১৬৭টি ওডিআই এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতে তিনি যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ এবং ১৭৫৯ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামে ২৪টি সেঞ্চুরি রয়েছে।
শিখর ধাওয়ান ওয়ানডেতে ১৭টি এবং টেস্টে ৭টি সেঞ্চুরি করেছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর নামে কোনও সেঞ্চুরি নেই। শিখর ধাওয়ান আইসিসি ইভেন্টে ভারতের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন।
শিখর ধাওয়ান ২০২২ সালের ডিসেম্বরে ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে তিনি ক্রমাগত দলের বাইরে ছিলেন। তবে, ধাওয়ানকে আইপিএল ২০২৫-এ খেলতে দেখা যেতে পারে।
কারণ, তিনি ভিডিয়োতে আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে কিছু বলেননি। তবে নীল জার্সি গায়ে আর তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখা যাবেনা। একথা ভেবেই আজ মন খারাপের দিন পালন করছেন তাঁর ভক্তরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন