Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বনগাঁয় নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে

 ‌

Rude-behavior

সমকালীন প্রতিবেদন : গত কয়েকদিন ধরে আর জি কর কাণ্ডের জেরে ধুন্ধুমার পরিস্থিতি গোটা রাজ্য তথা দেশজুড়ে। তারই মধ্যে এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন ঘটনার জেরে তোলপাড় শুরু হল বনগাঁ থানা এলাকায়। অভিযোগ, সহপাঠি বন্ধুর দ্বারাই শারীরিকভাবে নিগৃহীত হল ওই নাবালিকা।

গত মঙ্গলবার ‌ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে পথে নামলেন এলাকার মানুষ। তারা অভিযুক্তর শাস্তির দাবি জানিয়ে রবিবার বনগা–বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের বক্তব্য, ঘটনার পর ৬ দিন কেটে গেলেও অভযুক্ত এখনও ধরা পড়ে নি।   

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো ওইদিনও পরিচিত সহপাঠির সঙ্গে টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। বাড়ি পৌঁছানোর আগে ওই বন্ধুর অনুরোধে তার মামাবাড়িতে যায় তারা দুজন। অভিযোগ, সেখানে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকা সহপাঠির উপর শারীরিক নির্যাতন চালায় সহপাঠী বন্ধু। 

এরপর কোনওরকমে ওই নাবালিকা বাড়ি ফিরে এলেও বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণ জানতে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করতেই সে কান্নায় ভেঙে পড়ে। আর তারপর তার সঙ্গে ঘটে যাওয়া  অনাকাঙ্খিত ঘটনাটি বাড়ির লোকদের জানায়। এমনই দাবি করে পরিবারের পক্ষ থেকে এরপর অভিযুক্তর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়।

এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার বনগাঁ–বাগদা সড়ক অবরোধ করেন স্থানীয় মহিলা, পুরুষেরা। তারা দাবি করেন, অবিলম্বে অভযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অবরোধ চলাকালীনই আন্দোলনকারীদের কাছে খবর আসে যে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন