Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত ও সূর্যকুমার যোগ দিতে পারেন কেকেআরে

 

Rohit-and-Suryakumar-in-KKR

সমকালীন প্রতিবেদন : ২০২৫ সালের আইপিএলের আগে বড়সড় রদবদল ঘটতে পারে সমস্ত দলগুলিতেই। ওলট-পালট হয়ে যেতে পারে অনেক দলই। কারণ, পরের মরশুমের আগে হতে চলেছে মেগা নিলাম। তাই একাধিক বড় তারকাকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে বহুদিন আগে থেকেই। 

সেই তালিকায় সামিল হল আরও একজোড়া নাম। তাঁদের মধ্যে একজন ভারতের প্রাক্তন এবং একজন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। আমরা রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের কথা বলছি। তাঁরা আগামী সিজনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নাও খেলতে পারেন। আর সেই কারণেই এই দু'জনকে নিয়ে বাড়ছে জল্পনা। 

এক রিপোর্ট অনুযায়ী রোহিত এবং সূর্যকুমার– উভয়েই পরের বারের  আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। মেগা নিলামে নাম উঠতে পারে দুইজনেরই। মুম্বই ইন্ডিয়ান্স দলের দুই স্তম্ভ রোহিত এবং সূর্য। 

রিপোর্ট অনুযায়ী রোহিত ও সূর্য, দুই তারকাকেই নিলামে দলে নেওয়ার জন্য দর হাঁকাতে পারে কলকাতা নাইট রাইডার্স। কারণ, সূর্যকুমার আগের কয়েকটি সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতিয়েছেন। 

প্রাক্তন নাইট অধিনায়ক, মেন্টর তথা নতুন ভারতীয় কোচ গৌতম গম্ভীর সূর্যকুমারকে ছেড়ে দেওয়ার আফশোস বারংবার করেছেন। সেই কারণেই সূর্যের নাম যদি নিলামে ওঠে, তাহলে তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া হতে পারে নাইট শিবির। 

অন্যদিকে, রোহিত শর্মা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়লে কলকাতা নাইট রাইডার্স তাঁর কাছে মন্দ বিকল্প হবে না। কারণ, কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স বরাবরই রোহিতের জন্য পয়মন্ত। 

আইপিএলে ধুঁয়াধার ব্যাটিং থেকে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তাঁর ইনিংস, সবই এই ইডেনেই এসেছে। কিন্তু রোহিত বা সূর্যকুমারের মতো মহাতারকারা নিলামে উঠলে তাঁদের জন্য যে একগুচ্ছ দলই হাত বাড়াবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে তাঁদের দলে নেওয়া কিন্তু একেবারেই সহজ হবে না। 

আর মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদেরও কিন্তু এখন থেকেই উদ্বিগ্ন হওয়ার কোনও বিষয় নেই। গোটা বিষয়টাই এখনও পর্যন্ত জল্পনার পর্যায়েই রয়েছে মাত্র। তাছাড়া, নিলামের আগে কতজন ক্রিকেটারকে দলগুলি ধরে রাখতে পারবে, কত বাজেট থাকবে, সেই নিয়েও এখনও কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। তাই পুরো বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন