সমকালীন প্রতিবেদন : পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিংহ শিকার করে ফিরেছে ভারত। কারণ, পরপর ২ বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। এবার কি হ্যাটট্রিক হবে?
ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী অন্তত মনে করেন, ঐতিহাসিক হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতের বোলিং যে দলের সবচেয়ে বড় সম্পদ, সাফ জানিয়েছেন শাস্ত্রী। ২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।
তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতকেই এবার এগিয়ে রেখেছেন শাস্ত্রী।
এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বুমরাহ ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।'
তবে মূল লড়াইটা বরাবরের মতো ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে পূর্বাভাস শাস্ত্রীর। তিনি বলেছেন, 'ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো সিরিজের ভাগ্য।'
তবে অস্ট্রেলিয়া যে প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে, তাও জানেন শাস্ত্রী। তিনি বলেন, 'আমরা জানি অস্ট্রেলিয়া কী চায়। প্রতিশোধ। ওরা তৃষ্ণার্ত থাকবে। ভারতের গলা ধরে নাড়াতে চাইবে। কারণ ঘরের মাঠে ওদের পরাজয় হজম করতে হয়েছিল। একবার নয়, দুবার।'
তিনি আরও যোগ করেছেন, 'অস্ট্রেলিয়ার আক্রমণ এবারও একই আছে। সর্বকালের অন্যতম সেরা পেস বোলিং বিভাগ এবং অন্যতম সেরা অলরাউন্ডাররা রয়েছে দলে। সঙ্গে যোগ করুন নাথান লায়নকে। দীর্ঘদিনের মধ্যে অন্যতম সেরা। ওরা চাইবে ভারতের ২০টি উইকেট। ম্যাচের পর ম্যাচ একই লক্ষ্য নিয়ে নামবে, যাতে অস্ট্রেলিয়া সিরিজ জেতে।'
উল্লেখ্য, গত দুটো অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। শুধু তাই নয়, ২০১৬-১৭ থেকে পরপর ৪ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তবে এবার কি হবে, তা একমাত্র বলবে সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন