Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৫ আগস্ট, ২০২৪

লা-নিনার প্রভাবে এবারে দুর্গাপুজোর সময় বৃষ্টি হতে পারে

Rain-during-Durga-Puja

সমকালীন প্রতিবেদন : বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। তাই পুজো নিয়ে অনেকেরই অনেক প্রত্যাশা থাকে। এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আগামী ৯ অক্টোবর পড়েছে ষষ্ঠী। আর মহালয়া পড়েছে ২ অক্টোবর। তবে এবার পুজো মাটি হতে পারে বৃষ্টির কারণে। 

যদিও সেই সময়ে কেমন আবহাওয়া থাকবে, তা অবশ্য এখনও ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়নি। তবুও আবহাওয়ার যা পূর্বাভাস মিলেছে, তাতে করে দেখা যাচ্ছে যে, পুজোর সময় বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। তার নেপথ্যে রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ।  

পুজোর আগের দু’মাস ব্যাপক বৃষ্টির সতর্কতা জানিয়ে দিল মৌসম ভবন আইএমডি। পূর্বাভাস বলছে, একদিকে তুমুল বৃষ্টি চলবে একাধিক রাজ্যে, অন্যদিকে গরমও কাঁদাবে। চলতি সপ্তাহে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে, আগস্ট মাসের শেষ দিকে লা নিনার জন্য দুর্যোগের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। 

যার ফলে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দীর্ঘকালীন গড় অর্থাৎ ৪২২.৮ মিলিমিটারের থেকে ১০৬ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সংলগ্ন পূর্ব ভারত, লাদাখ, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য ভারতের একাংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। 

মৌসম ভবনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখনও পর্যন্ত দেশে ৪৫৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে ২ শতাংশ বেশি। এমনিতে জুন এবং জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হল ৪৪৫.৮ মিলিমিটার। 

এদিকে, জুন মাসে আবহাওয়া শুষ্ক থাকলেও জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। আগস্টের শুরুতেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি। জুলাই মাসে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে ভারত। শুধুমাত্র মধ্যভারতেই ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। 

সেই কারণে এটা আশা করা হচ্ছে যে, পুজোর আগে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। আর এই খবরেই সিঁদুরে মেঘ দেখছেন আম বাঙালি। বৃষ্টির জেরে মাটি হতে পারে পুজোর কেনাকাটা। আর সেই বৃষ্টি অগাস্ট–সেপ্টেম্বরের পর অক্টোবর পর্যন্ত চললে পুজোর আনন্দ ভেস্তে যাওয়ার ভয় থেকেই যাচ্ছে।





‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন